× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেট্রোরেল এলাকায় ঘুড়ি উড়িয়ে দুজন গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৬ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

মেট্রোরেল এলাকায় ঘুড়ি উড়ানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক। 

তিনি বলেন, ‘বৃহস্পতিবার অভিযান চালিয়ে মোট আটজনকে আটক করা হয়। তাদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছয় কিশোরকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজনকে কাফরুল থানায় মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।’ 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মেট্রোরেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

এমএএন ছিদ্দিক বলেন, ‘মেট্রোরেল এলাকায় ঘুড়ি ও ফানুস উড়ালে আমাদের ট্রেন বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই। আমরা ডিএমপি ও এমআরটি পুলিশকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছি। ঘুড়ি তৈরির উৎস চিহ্নিত করে আমরা অভিযান চালাচ্ছি। এর মধ্যে প্রায় ছয় হাজার ঘুড়ি আটক করা হয়েছে।’

তিনি বলেন, ‘আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ট্রেনের ট্রিপ ২৬টি বাড়বে। বর্তমানে ট্রেনের ট্রিপ ১৫২টি। এতে যাত্রী সংকুলান না হওয়ায় ট্রেন চলাচলের ট্রিপ ২৬টি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘ট্রেনের ট্রিপ বাড়ানোর ফলে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ট্রেনে ট্রিপ হবে ১৭৮টি। পাশাপাশি ট্রেন ছাড়ার সময় বা হেডওয়ে ২ মিনিট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পিকআওয়ারে ১০ মিনিট অন্তর এবং অফপিক আওয়ারে ১২ মিনিট অন্তর ট্রেন ছেড়ে যাচ্ছে।’ 

তিনি জানান, রমজান শুরু হলে ট্রেন চলাচলের সময় পরিবর্তন হবে। সেটা চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। পরে ব্রিফিং করে তা জানিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা