× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক : যাত্রিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০২ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৬ পিএম

যাত্রিক দলের সদস্যরা। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রবা ফটো

যাত্রিক দলের সদস্যরা। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রবা ফটো

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ভারতের কলকাতার ভ্রমণবিষয়ক সংগঠন যাত্রিক। বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

যাত্রিক কলকাতার ম্যানেজার কানাই দাস বলেন, ‘প্রায় প্রতি বছরই আমরা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশ আসি। বাংলাদেশের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। আমাদের অনেকের পূর্বপুরুষের বাড়ি বাংলাদেশে। সে হিসেবে আমাদের আবেগ ও ভালোবাসার জায়গা বাংলাদেশ।’

যাত্রিকের সদস্য উজ্জল দাস বলেন, ‘আমরা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ ও ঐতিহাসিক দিবসগুলোয় অংশ নিয়ে থাকি।’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবার ঢাকায় এসেছেন যাত্রিকের ৪২ জন সদস্য। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) তারা ঢাকায় পৌঁছেছেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারত থেকে আরও অনেকে দলবদ্ধ বা এককভাবে ঢাকায় এসেছেন। এ রকম একজন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাতের রবিউল সাহা। বুধবার বেলা ১১টার দিকে তিনিও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়েছেন।

রবিউল সাহা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শহীদদের প্রতি আমাদের অন্যরকম আবেগ রয়েছে। ছোটকাল থেকে টেলিভিশনে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান দেখে আসছি। শহীদ দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসার প্রবল আগ্রহ ছিল। আজ এসে খুব ভালো লাগছে। মনে হচ্ছে স্বপ্ন ছুঁয়ে দেখলাম।’

এদিকে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে রবিবার (১৮ ফেব্রুয়ারি) বাইসাইকেলে বাংলাদেশে প্রবেশ করেন ভারতের ১০ তরুণ। রবিবার বিকালের দিকে ফরিদপুরে এসে পৌঁছে দলটি। পর দিন ঢাকার উদ্দেশে রওনা দেন তারা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কলকাতা প্রেস ক্লাব থেকে যাত্রা করে দলটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা