× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাষা নিয়ে ভাসানটেক সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১০:০৬ এএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১০:১৩ এএম

ভাসানটেক সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

ভাসানটেক সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

ভাসানটেক সরকারি কলেজের আয়োজনে ‘ভাষার শৃঙ্খলা : ব্যাকরণে বানানে লেখায়’ শিরোনামে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সুদীপ্ত হাননান। অনুষ্ঠানটির  উদ্বোধন করেন কুমুদিনী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক শরিফা রাজিয়া। প্রধান অতিথি হিসেবে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ, ভাষাতত্ত্ব ও বাংলা ব্যাকরণের খ্যাতনামা শিক্ষক অধ্যাপক ফেরদৌস আরা বেগম উপস্থিত ছিলেন।

‘ভাষার শৃঙ্খলা : ব্যাকরণে বানানে লেখায়’ বিষয়ের নির্ধারিত আলোচক ছিলেন চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ড. এ এস এম দেলওয়ার হোসেন, সরকারি গুরুদয়াল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মেহেদী হাসান, সরকারি তোলারাম কলেজের সহযোগী অধ্যাপক ড. রওনক জাহান।

এ সময় তারা বলেন, ব্যাকরণ হিসেবে আমাদের যা আছে তা মূলত সংস্কৃত প্রভাবিত ও ইংরেজি আদলের। বানান বিষয়ে আমাদের দরকার নানা জ্ঞান। তা না হলে নানা সময়ে বিতর্ক থেকে যাবে। বিভিন্ন দপ্তর, পত্রিকা, বিভিন্ন ব্যক্তির মধ্যে লেখালেখির ভিন্নতা রযেছে। সেসব এক রকম করার জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা দরকার।

অনুষ্ঠানের সমন্বয় করেন সরকারি কবি নজরুল কলেজে বাংলা বিষয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহমুদা পারভীন। 

মুক্ত আলোচনায় মাউশি অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক অধ্যাপক মনোয়ার হোসেন ভাষা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, নিজের কাজের ভেতরে এমন সেমিনার, আলোচনা যেন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়। সে বিষয়ে পদক্ষেপ নেব।

বিক্রমপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. রসময় কীর্তনিয়া তার বক্তব্যে ভাষা, ব্যাকরণ, বানানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনজুর রহমান (আজাদ) ও উত্তরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের সহযোগী অধ্যাপক রওশন আরাও এই বিষয়ে আলাপ আলোচনার গুরুত্ব নিয়ে বক্তব্য দিয়েছেন।

আলোচনায় লিখন শৈলী বিষয়ে বক্তব্য দেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) উপপরিচালক অধ্যাপক স্বপন নাথ। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি, অধ্যাপক ড. সাজ্জাদ সুমন, অধ্যাপক ড. খন্দকার শামিম সিদ্দিক বিশেষ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। 

প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ এস এম দেলওয়ার হোসেন, মেহেদী হাসান, সুদীপ্ত হাননান। 

আলোচনার এই নতুন ঘরানাটিতে নোয়াখালি, লক্ষ্মীপুর, মানিকগঞ্জ, বগুড়া, নরসিংদী, চাঁদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ জেলাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন কলেজের প্রতিনিধি প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনায় অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা