× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খিলগাঁওয়ে ট্রাকচালকের পায়ে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৬

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ২০:৫২ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৪ ২৩:৫০ পিএম

খিলগাঁওয়ে ট্রাকচালকের পায়ে গুলি করার ঘটনায় ডিবির হাতে গ্রেপ্তার ছয় আসামি। প্রবা ফটো

খিলগাঁওয়ে ট্রাকচালকের পায়ে গুলি করার ঘটনায় ডিবির হাতে গ্রেপ্তার ছয় আসামি। প্রবা ফটো

রাজধানীর খিলগাঁওয়ে ট্রাক চালকের পায়ে গুলি করার ঘটনায় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৮ মার্চ) রাজধানীর সবুজবাগ ও বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি অস্ত্র, ৬টি ম্যাগাজিন ও ৪৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। 

গ্রেপ্তাররা হলেন- রমজান আহম্মেদ নয়ন, যুবরাজ, মো.ইব্রাহিম হাওলাদার, মকবুল হোসেন মুকুল, সাজ্জাদ হোসেন প্রান্ত ও  রিফাতুল্লাহ নাঈম।

ডিবি প্রধান বলেন, ‘গত ১০ মার্চ ভোরে সবুজবাগ থানার বাইকদিয়া এলাকায় কয়েকজন সন্ত্রাসী একটি বালুভর্তি ড্রাম ট্রাকের গতিরোধ করে ভাংচুর চালায়। এ সময় সন্ত্রাসীদের মধ্যে একজন পিস্তল বের করলে ট্রাকে অবস্থানরত ট্রাকের মালিক মো. গোলাম ফারুক ও চালক আলম ভয় পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। সন্ত্রাসীরা আলমকে মারধর করে এবং তার ডান পায়ে গুলি করে। এ ঘটনায় সবুজবাগ থানায় একটি মামলা হলে ডিবি খিলগাঁও জোনাল টিম ঘটনাটি ছায়া তদন্ত শুরু করে।’

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হারুন অর রশীদ বলেন, ‘সবুজবাগ থানার বাইকদিয়া এলাকার জমি ক্রয়-বিক্রয় ও বালু ভরাট ব্যবসা নিয়ে বিবাদমান দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। গ্রুপ দুটির একটির নেতৃত্বে রয়েছে বাবুল এবং আরেকটির নেতৃত্বে রয়েছে নজরুল। ঘটনার কিছুদিন আগে বাবুল গ্রুপ বাইকদিয়া এলাকায় একটি লোহার গেট ও কিছু সিসি ক্যামেরা ক্যামেরা স্থাপন করে। যাতে নজরুল গ্রুপ ওই এলাকায় বালু ভরাট করতে না পারে। গ্রেপ্তার সবাই নজরুল গ্রুপের সদস্য।’

তিনি বলেন, ‘ঘটনার দিন তারা বাইকদিয়াতে বাবুল গ্রুপের লাগানো সিসি ক্যামেরা ও লোহার গেট ভাঙতে একত্রিত হয় নজরুল গ্রুপের সন্ত্রাসীরা। লোহার গেট ভাঙ্গার সময় ওই পথ দিয়ে যাওয়া একটি ট্রাক গতিরোধ করে তারা। এ সময় দুর্ঘটনাবসত তাদের সহযোগী হীরার গায়ে ট্রাকের ধাক্কা লাগে। এসময় রমজান ক্ষিপ্ত হয়ে ড্রাইভার আলমের পায়ে গুলি করে। পরে তারা আহত হীরাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়ে যে যার মতো ঘটনাস্থল থেকে পালিয়ে যান।’

ডিবিপ্রধান আরও বলেন, ‘মূলহোতা রমজান আহম্মেদ নয়নের পিসিপিআর পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি, দস্যুতা ও গোলাগুলিসহ প্রায় এক ডজন মামলা রয়েছে। সে খিলগাঁও, বাসাবো, সবুজবাগ, মুগদা ও মাদারটেক এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। মূলত ভাড়াটে সন্ত্রাসী হিসেবে অস্ত্রবাজী করাই তার মূল পেশা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা