× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় বসছে প্রাণিসম্পদ মেলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪ ১০:১১ এএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪ ১০:৪৮ এএম

ঢাকায় বসছে প্রাণিসম্পদ মেলা

বাবার ঢেউটিনের ব্যবসা ছেড়ে ২০০৮ সালে দুগ্ধ খামার গড়ে তোলেন মোহাম্মদ ইমরান হোসেন। রাজধানীর বছিলায় ১০ কাঠা জমিতে প্রতিষ্ঠা করেন ‘সাদেক এগ্রো’ নামে গো-খামার। বর্তমানে এটি দেশের অন্যতম গো-খামার ও দুগ্ধশিল্প প্রতিষ্ঠান।

পরবর্তীতে দেশের ক্ষুদ্র ও বড় খামারিদের এক ছাতার নিচে আনতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ)। যে সংগঠনের সদস্য বর্তমানে ৫৫ হাজারের বেশি খামারি। সরকারের সঙ্গে কাঁধ মিলিয়ে এসব খামারিই প্রাণিসম্পদ খাত করে তুলছেন স্বয়ংসম্পূর্ণ। সংগঠনের উদ্যোগে প্রতিটি জেলায় প্রাণিমেলা, সুলভমূল্যে মাংস-দুধ বিক্রি, প্রশিক্ষণ, সভা-সেমিনার, খামারি উৎসবসহ নানা আয়োজন করে চলছে। এসব খামারির প্রাণিগুলো তুলে ধরতে কয়েক বছর ধরে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রাণিসম্পদ মেলা।

মেলাটি আয়োজন করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিল (বিপিআইসি)। প্রতি বছরের মতো এবারও বৃহস্পতিবার (১৮ এপ্রিল) থেকে রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলা মাঠে বসবে দুই দিনের প্রাণিসম্পদ মেলা। সকাল ১০টায় মেলাটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’।

মঙ্গলবার মেলাপ্রাঙ্গণ ঘুরে দেখেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান, মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, ব্যতিক্রমী এ মেলায় কয়েক হাজার খামারি তাদের সেরা গরু, ছাগল, গয়াল, মহিষ, ঘোড়া, ভেড়া, দুম্বা, পোষা প্রাণী, পাখিসহ নানা পশু তুলবেন। মেলায় ৩০০ স্টলে কয়েক হাজার প্রাণী থাকবে। সেই সঙ্গে মেলার মূল আকর্ষণ হিসেবে গরুর র‌্যাম্প শো অনুষ্ঠিত হবে। মেলায় ১৯ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

মো. আবদুর রহমান বলেন, এ মেলা প্রান্তিক খামারিদের জন্য একটি বড় সুযোগ। এখানে তারা পালন করা প্রতিটি গরু ভালো দামে দেশের স্বনামধন্য খামারিদের কাছে বিক্রি করতে পারবেন। এটি সব খামারির মিলনমেলায় পরিণত হবে। পাশাপাশি সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা