× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণায় ৭ দিনব্যাপী বইমেলা শুরু

নেত্রকোণা থেকে নাগরিক সাংবাদিক রনি আহমেদ

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১৮ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৫ পিএম

নেত্রকোণায় ৭ দিনব্যাপী বইমেলা শহরের মোক্তারপাড়া এলাকায় উদ্বোধন করেন শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক মতীন্দ্র সরকার। প্রবা ফটো

নেত্রকোণায় ৭ দিনব্যাপী বইমেলা শহরের মোক্তারপাড়া এলাকায় উদ্বোধন করেন শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক মতীন্দ্র সরকার। প্রবা ফটো

নেত্রকোণায় গণগ্রন্থাগারের আয়োজনে ৭ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের মোক্তারপাড়া এলাকায় মেলার উদ্বোধন করে শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক মতীন্দ্র সরকার।

আয়োজকরা জানান, ৭ দিনব্যাপী এ বইমেলায় ১৮টির মতো বইয়ের দোকান বসেছে। এ ছাড়া প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত প্রবন্ধ পাঠ, ছড়া-কবিতাপাঠ, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।

নেত্রকোণা গণগ্রন্থাগারের সহসভাপতি অ্যাডভোকেট আবদুল হান্নান রঞ্জনের সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী চিন্ময় তালুকদার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র। 

এ সময় অধ্যাপক মতীন্দ্র সরকার বলেন, ‘মানুষের ভাবনার বহিঃপ্রকাশের চিরায়ত মাধ্যমই হচ্ছে বই। বই মানুষের ভাবনাকে ঋদ্ধ করে। দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে।’

তিনি বলেন, ‘বই মানুষের মনের খোরাক যোগায়। আমাদের চিন্তা চেতনার বিস্তৃতি ঘটায়। বই মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে। সব পঙ্কিলতা দূর করে আলোকিত করে। পড়া ছাড়া কেউ জ্ঞান লাভ করতে পারে না। যিনি যত বই পড়েন, তিনি যত জানেন। যিনি যত জানেন, তিনি তত মানবিক ও সংবেদনশীল মানুষ হন। বই হচ্ছে সভ্যতার বাহন। অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) অনিমেষ সোম, বীর মুক্তিযোদ্ধা প্রাবন্ধিক হায়দার জাহান চৌধুরী, কবি অধ্যাপক ননী গোপাল সরকার, জেলা উদীচীর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহম্মেদ, ছড়াকার শ্যামলেন্দু পাল, প্রাবন্ধিক স্বপন পাল, নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা