× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুরু হচ্ছে নারীপক্ষের তিন দিনব্যাপী তরুণ নারী সম্মেলন

ঢাকা থেকে নাগরিক সাংবাদিক জিয়াউল জিয়া

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৯:৪০ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৩ ২০:০৬ পিএম

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারীপক্ষের তরুণ নারী সম্মেলনের সমন্বয়কারী গীতা দাস। ছবি : সংগৃহীত

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারীপক্ষের তরুণ নারী সম্মেলনের সমন্বয়কারী গীতা দাস। ছবি : সংগৃহীত

‘মোরা আকাশের মতো বাধাহীন’ শীর্ষক নারীপক্ষের তিন দিনের তরুণ নারী সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৩ জুলাই)। 

ঢাকার সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে নানা উপস্থাপনার মাধ্যমে এই সম্মেলন শেষ হবে ১৫ জুলাই (শনিবার)।

মঙ্গলবার (১১ জুলাই) ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে আয়োজনের বিস্তারিত জানানো হয়। 

নারীপক্ষের তরুণ নারী সম্মেলনের সমন্বয়কারী গীতা দাস অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক সামিয়া আফরীন। এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য অ্যাডভোকেট কামরুন নাহার, অ্যাডভোকেট জুসি আক্তার, কো-অর্ডিনেটর উজ্জীমান আক্তার, ফেরদৌসী আক্তার।

গীতা দাস বলেন, ‘টেকসই লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনে তরুণদের সম্পৃক্ত করা, অংশগ্রহণ বাড়ানো, নারী রাজনীতিকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। ভৌগোলিক অবস্থান জাতিগত পরিচয় যেমন : সমতল, হাওর, পাহাড়ি, চাকমা, মারমা, বাঙালি প্রতিবন্ধী নারীরা অংশ নেবেন এই সম্মেলনে। পেশাগত দিক থেকে যৌনকর্মী ইত্যাদি শ্রেণিকেও বিবেচনায় রাখা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘তিন দিনের ওই সম্মেলনে তিন পর্বে থাকবে তিনটি বিষয় নিয়ে আলোচনা। পাঁচটি বিষয়ভিত্তিক কর্মশালায় স্থান পাবে সহিংসতামুক্ত নারীর জীবন, নারীর স্বাস্থ্য ও অধিকার, নারীর অর্থনৈতিক অধিকার, পরিবেশ ও নারী সাম্প্রদায়িক সম্প্রীতি প্রভৃতি বিষয়।’ 

সম্মেলনটির বিভিন্ন পর্বে অতিথি হয়ে আসবেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। শেষ পর্বের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

সম্মেলনে দেশের ৩৫টি জেলা থেকে ২০০ জন তরুণ-তরুণী ও ১০০ কর্মী অংশ নেবেন। তাদের মধ্যে অনেকে মাঠ পর্যায়ে নিজেদের অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরবেন। 

পাশাপাশি সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে বিভিন্ন সেশনে আলোচকদের অনুপ্রেরণামূলক বক্তব্য থেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা