× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুল পর্যায়ের শিক্ষার্থীরাই আগামীতে বৈদেশিক মুদ্রা আয় করবে : এমপি আবু জাহির

হবিগঞ্জ থেকে নাগরিক সাংবাদিক রণক ইকরাম

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩ ২৩:০০ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩ ০০:২৫ এএম

‘টি আলী স্যার ফাউন্ডেশনের’ উদ্যোগে সম্মাননা দেওয়া হয়েছে ১৮ জন শিক্ষককে। প্রবা ফটো

‘টি আলী স্যার ফাউন্ডেশনের’ উদ্যোগে সম্মাননা দেওয়া হয়েছে ১৮ জন শিক্ষককে। প্রবা ফটো

আগামীতে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরাই তথ্য প্রযুক্তির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। তিনি বলেন, স্মার্ট শিক্ষকরা আমাদের ছাত্রছাত্রীদেরকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলবে। শেখ হাসিনার সরকার ৬ষ্ঠ শ্রেণি থেকে ৭ম শ্রেণি পর্যন্ত কারিকুলাম পরিবর্তন করেছে। শিক্ষার্থীরা স্কুলে বসে শিখবে, লেখাপড়া করবে ও আয় করবে। স্কুল থেকেই তথ্য প্রযুক্তির মাধ্যমে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আয় করবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ‘টি আলী স্যার ফাউন্ডেশনের’ উদ্যোগে হবিগঞ্জের গুণী ১৮ জন শিক্ষককে আদর্শ শিক্ষকের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লাহ, টি আলী স্যার ফাউন্ডেশনের বাংলাদেশ সমন্বয়ক, সিলেট বিভাগ বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান। 

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন। 

অনুষ্ঠানে বক্তব্য দেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার ও সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ। 

অনুষ্ঠানে শিক্ষকদের বর্ণাঢ্য জীবনের ডিজিটাল বায়োগ্রাফি সবার সামনে প্রদর্শন করা হয়। পরে সম্মাননা পাওয়া ১৮ জন শিক্ষক ও তাদের পরিবারের হাতে বায়োগ্রাফি তুলে দেওয়া হয়। এ ছাড়া সম্মননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে আর্থিক উপহারও দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার মো. আব্দুর রহমান, মো. জবেদ আলী, শায়েস্তাগঞ্জ উপজেলার মো. আব্দুল খালেক, মহেশ্বর দাস, বানিয়াচং উপজেলার রামেন্দ্র সুন্দর ভট্টাচার্য্য, মো. আমীর হোসেন মাস্টার, মাধবপুর উপজেলার আব্দুন নূর, মো. সিরাজুল ইসলাম, নবীগঞ্জ উপজেলার নিজামুল ইসলাম, মৌলভী মো. মহিউদ্দিন, চুনারুঘাট উপজেলার রইছ উল্লাহ, মো. আব্দুল মতিন, বাহুবল উপজেলার মো. আরজু মিয়া, উজ্জ্বল কুমার ভট্টাচার্য্য, লাখাই উপজেলার সালাহ উদ্দিন আহমেদ ভূঞা, মো. আছগর আলী, আজমিরীগঞ্জ উপজেলায় আবু সালেহ শাহ, মো. আবুল খায়ের পাটোওয়ারী।

সংসদ সদস্য আবু জাহির আরো বলেন, অসহায়, আর্থিক সংকটে থাকা শিক্ষকদের বাছাই করে তাদেরকে সম্মানিত করছে যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা ‘টি আলী স্যার ফাউন্ডেশন’। প্রবাসে থেকে দেশের শিক্ষকদের জন্য এমন কাজ অত্যন্ত গৌরবের। অবসরপ্রাপ্ত শিক্ষকদের জীবদ্দশায় সহযোগিতা ও তাদের কাজের স্বীকৃতি দেওয়া হলে শিক্ষকরা এই পেশায় আসতে অনুপ্রাণিত হবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা