× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনা মিয়ার বাড়ি এখন আর্জেন্টিনার পতাকা

যশোর সংবাদদাতা

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২ ২২:২৯ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২২ ২২:৩১ পিএম

যশোরের সোনা মিয়া নিজের বাড়ি রং করিয়েছেন আর্জেন্টিনার পতাকার রঙে। ছবি : প্রবা

যশোরের সোনা মিয়া নিজের বাড়ি রং করিয়েছেন আর্জেন্টিনার পতাকার রঙে। ছবি : প্রবা

আর্জেন্টিনার পতাকার রঙে নিজের বাড়ি ও প্রাচীর রাঙিয়ে সাড়া ফেলে দিয়েছেন যশোরের চৌগাছার সোনা মিয়া নামের এক কৃষক। 

সোনা মিয়ার বাড়ি উপজেলার কমলাপুর পূর্বপাড়া গ্রামে। ছোট বেলা থেকেই তিনি ক্রীড়ামোদী এবং বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার সমর্থক। ২০০২ বিশ্বকাপের সময় থেকে নিজের বাড়িতে ওড়ান আর্জেন্টিনার পতাকা। এবার নিজের বাড়িটি রাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকার রঙে।

সোনামিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, তার একতলা বিশিষ্ট বাড়ি, বাড়ির প্রধান প্রবেশ গেট, বাড়ির প্রাচীর এমনকি রান্না ঘর ও পাকা টয়লেট সবই প্রায় দলের পতাকার রঙে রং করেছেন। বাড়ির প্রধান ফটকের উপরে আর্জেন্টিনা ফুটবল টিমের ছবিসহ প্যানা টাঙানো। যাতে বিশ্বকাপ ট্রফি নিচ্ছেন যুগের অন্যতম সেরা তারকা ফুটবলার লিওলেন মেসি। পাশেই একটি বাঁশে আর্জেন্টিনার পতাকা উড়ছে।

আর্জেন্টিনা ভক্ত সোনা মিয়া বলেন, ‘সামর্থ থাকলে কাতারে গিয়ে আর্জেন্টিনার অন্তত একটি ম্যাচ দেখতাম। সেই সক্ষমতা না থাকায় নিজের বাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে নিজের মনকে বুঝ দিচ্ছি। তবে এবার আমি আশাবাদী, আর্জেন্টিনা কাপ জিতবে।’ 

প্রতিদিন আশেপাশের কয়েক গ্রামের লোক এই আর্জেন্টিনার রঙে রাঙানো বাড়ি দেখতে আসছেন। প্রতিবেশী জামিনুর রহমান বলেন, ‘সোনা মিয়া আর্জেন্টিনার অন্ধ ভক্ত। ফুটবলে আর্জেন্টিনা ছাড়া কিছুই বুঝেন না। খেলা হলে নাওয়া খাওয়া সব ভুলে যান।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা