× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা সাংবাদিকের পরিবার

সিলেট ব্যুরো

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২ ২০:২৯ পিএম

চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা সাংবাদিকের পরিবার

মৌলভীবাজারের জুড়িতে গাড়িতে হঠাৎ আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে এক সাংবাদিকের পরিবারের সদস্যরা। 

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার মানিকসিংহ বাজারে দৈনিক কালের কণ্ঠের সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমানের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এ সময় নোহা গাড়িটিতে তৌহিদুর ছাড়াও তার স্ত্রী ও বড় ছেলে ছিলেন। 

আগুনের বিষয়টি টের পেয়ে চালক গাড়ি থামালে সবাই দ্রুত নেমে পড়েন। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান সবাই। এসময় আশপাশের লোকজনের সহযোগিতায় গাড়িটি পুরোপুরি ভষ্মিভূত হওয়া থেকে রক্ষা পায়।

শনিবার (২৬ নভেম্বর) জুড়ি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) খসরুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সাংবাদিক তৌহিদুর রহমান ও যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপনের পরিবার দুটি গাড়িতে করে জুড়ির লাঠিটিলা সংরক্ষিত বনে ঘুরতে আসেন। বেড়ানো শেষে ফেরার পথে তৌহিদুর রহমানের পরিবারকে বহনকারী গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় যাত্রীরা তাড়াতাড়ি নেমে যাওয়ায় কেউ হতাহত হননি। এলাকাবাসীর সহায়তায় গাড়িটিও রক্ষা পায়। আগুনে গাড়ির সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন বলেন, ‘জুড়িতে ঘুরাঘুরি শেষে আমাদের দুই পরিবার আলাদা গাড়িতে ফিরছিলাম। তৌহিদ ভাই বড় ছেলে ও ভাবীকে নিয়ে সামনের গাড়িতে ও তৌহিদ ভাইয়ের ছোট ছেলে আমাদের গাড়িতে ছিল। রাত ৭টার দিকে তাদের গাড়িতে প্রথমে ধোঁয়া, পরেই আগুন দেখতে পাই। দ্রুত তারা নেমে পড়েন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা