× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কথা কাটাকাটির এক মাস পরে হত্যা করা হয় পাভেলকে’

কুমিল্লা সংবাদদাতা

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ১৬:৩৩ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ১৬:৫৫ পিএম

কুমিল্লায় কলেজছাত্র পাভেলকে হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রবা

কুমিল্লায় কলেজছাত্র পাভেলকে হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রবা

কুমিল্লার চৌদ্দগ্রামে কথা কাটাকাটির একমাস পর মো. পাভেলকে হত্যা করা হয়। উপজেলার ধোপাখিলা গ্রামে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত হন ওই কলেজ শিক্ষার্থী। এ ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনায় ব্যবহৃত সুইস গিয়ার উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) এসব তথ্য জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান।

গ্রেপ্তাররা হলেন ফেনীর গজারিয়া গ্রামের আবু হুরাইরা অনিক, চৌদ্দগ্রামের কুলাসার গ্রামের মো. সালমান হোসেন, কুলাসার বড় বাড়ির নাঈমুল হক রাকিব ও ধোপাখিলা গ্রামের নাজিমুল হক জয়।

নিহত পাভেল ফেনীর মহিপাল সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন1।

পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এক মাস আগে ফেনী শহরে নাঈমুল হক রাকিবের সাথে পাভেলের কথা কাটাকাটি হয়। এ ঘটনা রাকিব তার বাড়ি আলকরায় এসে স্থানীয় বন্ধুদের জানায়। তখন থেকেই রাকিব ও তার সহযোগী আসামিরা পাভেলকে মারধর করার জন্য বিভিন্ন পরিকল্পনা করে ও সুযোগ খুঁজতে থাকে। তাছাড়া কয়েকদিন আগে তারা পাভেলের নানার বাড়িতে গিয়ে তাকে খুঁজে আসে।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে পাভেল নানার বাড়ি ধোপাখিলা মনু ভূঁইয়ার বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলছিল। এসময় রাকিবসহ অন্যরা তাকে হত্যার জন্য মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে একত্রিত হয়। পরে পরিকল্পিতভাবে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই কিশোরদের ছুরিকাঘাতে পাভেল মারা যায়। এসময় তার চার বন্ধু আহত হয়।’

আহত ইকবাল ও সিয়াম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং শাহাদাত হোসেন ও বিজয় ফেনী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পাভেলকে হত্যার ঘটনায় তার মা লিপি ইসলাম চৌদ্দগ্রাম থানায় নয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।

পুলিশ সুপার মান্নান বলেন, ‘মামলার প্রকৃত রহস্য উন্মোচিত হয়েছে। আমরা পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা