× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনতার মুখোমুখি হচ্ছেন মাশরাফি

নড়াইল সংবাদদাতা

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২ ১৭:৫৭ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২ ১৮:৪২ পিএম

মাশরাফি বিন মুর্তজা

মাশরাফি বিন মুর্তজা

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা তার নির্বাচনী এলাকায় জনতার মুখোমুখি হচ্ছেন। ‘জনতার মুখোমুখি, জনতার সেবক’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে তিনি নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে কথা বলেবেন। বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। 

বুধবার (২১ ডিসেম্বর) সদরের হবখালী ইউনিয়নের হাড়িগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রমী এ আয়োজন শুরু হচ্ছে।

পরদিন বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের লঞ্চঘাট মাদ্রাসা মাঠে এবং শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে কাশিপুর ইউনিয়নের কাশিপুর এ,সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান হবে।

পর্যায়ক্রমে তার নির্বাচনী আসনের সকল ইউনিয়নে জনতার মুখোমুখি হবেন। স্ব-স্ব ইউনিয়নের সাধারণ মানুষ আয়োজনটি করবেন।

এখানে যেকোনো রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এমপির কাছে তাদের এলাকা সম্পর্কিত যেকোনো  প্রশ্ন করতে পারবেন। এমপি তাৎক্ষণিক তার উত্তর দেবেন।

হবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদশা মোল্যা জানান, বুধবার বেলা ৩টায় হবখালী হাড়িগড়া সরকারি প্রাথমিক স্কুল মাঠে ইউনিয়নবাসীর আয়োজনে জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজনটি করা হবে। জনতার মুখোমুখি এ আয়োজনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন এবং এমপিকে ইউনিয়নের উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। আর এমপি মহোদয় তার উত্তর দেবেন।

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন বলেন, দীর্ঘ ৪ বছরে এমপির কার্যক্রম, সফলতা-ব্যর্থতা, এলাকায় জনগণের জন্য কতটুকু করতে পেরেছেন বা পারেননি, সাধারণ মানুষের চাওয়া-পাওয়া এসব বিষয়ে জনগণ প্রশ্ন করবেন এবং উত্তর দেবেন এমপি।

তিনি জানান, ধারাবাহিক এ অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা