× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকা পোড়াল যুবলীগ

বগুড়া ব্যুরো

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২ ১৭:৪০ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২ ২০:৫০ পিএম

শহরের জিরো পয়েন্টের সাতমাথায় দেশব্যাপী বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ করেন যুবলীগের নেতাকর্মীরা। ছবি : প্রবা

শহরের জিরো পয়েন্টের সাতমাথায় দেশব্যাপী বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ করেন যুবলীগের নেতাকর্মীরা। ছবি : প্রবা

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকা বগুড়ায় দাহ করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় দেশব্যাপী বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে জেলা যুবলীগের নেতাকর্মীরা কুশপুত্তলিকা দাহ করেন।

এর আগে দলীয় কার্যালয় থেকে যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলে জেলা যুবলীগের সভাপতি শুভাশিস পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু নেতৃত্ব দেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় অন্যদের মধ্যে শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয় ও সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মণ, জেলা যুবলীগের নাসিরুজ্জামান টিটু, শরিফুল আলম শিপুল, এজাজুল হক ডোরেন, সাজেদুর রহমান সিজু, মাইসুল তোফায়েল কোয়েল, মোশারফ হোসেন বুলবুলসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে যুবলীগ সভাপতি শুভাশিস পোদ্দার লিটন বলেন, ‘যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিএনপি-জামায়াত চক্র, আগুন সন্ত্রাসীরা, নাশকতা ও বিশৃঙ্খলা করে দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি করার ঘৃণ্য পাঁয়তারা করছে। তার প্রতিবাদে বগুড়া জেলা যুবলীগ সর্বদা সোচ্চার রয়েছে। তাদের প্রতিহত করতে বগুড়া জেলা যুবলীগ রাজপথে আছে।’

তিনি আরও বলেন, ‘বিদেশে পালিয়ে থেকে পিনাকী ভট্টাচার্য বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। সেখান থেকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি ও দেশবিরোধী নানা মন্তব্য করে যাচ্ছেন। এর প্রতিবাদে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা