× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ১৭:২৫ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ১৮:০৭ পিএম

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে রবিবার সকালে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা। ছবি : প্রবা

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে রবিবার সকালে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা। ছবি : প্রবা

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। রবিবার (১ জানুয়ারি) বেলা ১১টায় মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে নগরীর ২নং গেটে এক সংক্ষিপ্ত সমাবেশে তুহিন বলেন, ‘গণবিরোধী জনবিচ্ছিন্ন সরকার পতন আতঙ্কে দিশেহারা হয়ে বিএনপি নেতাকর্মীদের গণহারে হত্যা , মামলা, হামলা ও গ্রেপ্তার করছে। তারা জনগণকে দমিয়ে রাখার ব্যর্থ চেষ্টায় লিপ্ত। সাইফুল আলম একজন মেধাবী ও পরিচ্ছন্ন ছাত্রনেতা। তাকে অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে তার মুক্তি দাবি করছি।’

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, সালাউদ্দিন সাহেদ, সামিয়াত আমিন জিসান, সাব্বির আহমেদ, এম‌ এ হাসান বাপ্পা, মাহমুদুর রহমান বাবু, নুর জাফর নাঈম রাহুল, ফখরুল ইসলাম শাহীন, সদস্য শামসুদ্দিন শামসু, শাহরিয়ার আহমেদ, দেলোয়ার হোসেন শিশিরসহ অনেকে। 

পুলিশ জানিয়েছে, শনিবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নগরের গোসাইলডাঙ্গার নিজের বাসা থেকে সাইফুল আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা