× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেলা নিয়ে তর্ক, প্রতিপক্ষের হামলায় নিহত ২

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩ ০৯:৩৩ এএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩ ১০:৩৯ এএম

নিহত সাইদুল ইসলাম ও কায়সার হামিদ। ফাইল ফটো

নিহত সাইদুল ইসলাম ও কায়সার হামিদ। ফাইল ফটো

কক্সবাজারে ব্যাডমিন্টন খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে প্রতিপক্ষের হামলায় দুই যুবক নিহত এবং একজন আহত হয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন লারপাড়ায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেন। 

নিহতরা হলেন, লারপাড়া এলাকার নুরুল হুদার ছেলে সাইদুল ইসলাম এবং একই এলাকার আব্দুল হামিদের ছেলে কায়সার হামিদ।

এ ঘটনায় আহত হয়েছেন মুফিজ উদ্দিন। তিনি একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতের স্বজনদের বরাতে নাজমুল হক বলেন, রাতে লারপাড়ায় স্থানীয় যুবকরা মিলে প্রতিদিনের মতো ব্যাডমিন্টন খেলছিলেন। এক পর্যায়ে খেলায় অংশগ্রহণকারী দুজনের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। পরে সেখান থেকে তারা চলে যান। 

‘পরে উভয়পক্ষ সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।’

নিহত সাইদুল ইসলামের ছোট ভাই মনিরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন কোর্ট থেকে চলে আসার পর আমি ও সাইদুল ইসলামসহ কয়েকজন লারপাড়ায় বোন জামাইয়ের দোকানের সামনে কথা বলছিলাম। এ সময় জয়নাল আবেদীন, তার ভাই আতিক হোসেন, কামাল হোসেন ও মিজানুর রহমানসহ সদলবলে এসে সাইদুল ইসলামের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন।

‘এক পর্যায়ে তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলে পড়ে। এতে আমার বড় ভাই সাইদুল ইসলামসহ তিনজন গুরুতর আহত হন।’

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান বলেন, ‘রাতে রক্তাক্ত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে দুজনের মৃত্যু ঘটে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।’ 

নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান আরএমও।

পরিদর্শক নাজমুল জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা