× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুল শেষে বাড়ি ফেরা হলো না ফারজানার

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩ ০৯:৪৯ এএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩ ১০:৪৮ এএম

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারজানা। প্রবা ফটো

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারজানা। প্রবা ফটো

প্রতিদিনের মতো স্কুল ছুটি শেষে মাঠে খেলা করছিল ফারজানা। খেলা শেষে বাড়ি ফেরার কথা। কিন্তু বাড়ি না ফিরে চিরবিদায় নিতে হলো তাকে। স্কুল মাঠে আবর্জনা পোড়ানোর সময় আগুন পোশাকে লেগে প্রাণ হারিয়েছে সে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলার পূর্ব লাকুরতলা সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে আগুনে পুড়ে আহত হয় ওই শিক্ষার্থী। একই দিন মধ্যরাতে রাজধানী ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মৃত ফারজানা উপজেলার কালমেঘা ইউনিয়নের ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সে একই এলাকার ফারুক খানের মেয়ে।

পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা টিএম শাহ্ আলম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফোনে তিনি বলেন, দুর্ঘটনার পর ফারজানার চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেন স্কুলের প্রধান শিক্ষক। আমার সঙ্গে যোগাযোগ করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ফারজানার শরীরের ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় শত চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

পূর্ব লাকুরতলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা আক্তার ফোনে বলেন, ‘ফারজানার স্কুল ছুটি হতো বেলা ১১টায়। সে প্রতিদিনের মতো ছুটি শেষে স্কুল মাঠে খেলা করছিল। বেলা ১২টায় আমরা দ্বিতীয় শিফটের ক্লাস নিতে যাই। কিছুক্ষণ পর চিৎকার শুনে স্কুল ভবন থেকে নেমে দেখি ফারজানার গায়ে আগুন।’

তিনি বলেন, ‘তখন এক ব্যক্তি দৌড়ে এসে ফারজানাকে নিয়ে মাঠের পাশে পুকুরে ঝাঁপ দেয়। পরে তাকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হস্তান্তর করেন। সেখানে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় ফারজানার মৃত্যু হয়।’

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, ‘ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা