ভারত থেকে আমদানি করা শজনে ডাঁটা সোমবার দেশে পৌঁছায়। প্রবা ফটো
সাড়ে ছয় মাস পর আবারও ভারত থেকে শজনে ডাঁটা আমদানি শুরু হয়েছে। যেটির প্রতি মেট্রিক টন আমদানি মূল্য পড়েছে ১৫০ ডলার (১৫ হাজার ৬০০ টাকার বেশি)। কাস্টমসে শুল্কায়ন শেষে মূল্য পড়েছে ৫০০ ডলার (৫২ হাজার টাকার বেশি)। সব খরচ মিলিয়ে কেজিপ্রতি শজনে ডাঁটার খরচ পড়েছে ৩০ টাকা।
সোমবার (১৬ জানুয়ারি) বেলা ২টার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রথম চালানে ২ মেট্রিক টন ৭৬০ কেজি শজনে ডাঁটা বাংলাদেশে এসে পৌঁছায়।
বন্দরসূত্রে জানা যায়, সর্বশেষ গত বছরের ২৯ জুন ভারত থেকে এই সবজি আমদানি হয়। ছয় মাসের বেশি সময় পর তা আবারও শুরু হয়েছে। এবারের আমদানিকারক প্রতিষ্ঠান হিলি স্থলবন্দরের মেসার্স খান ইন্টারন্যাশনাল। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের অন্ধ্রপ্রদেশের জগন্নাথ এন্টারপ্রাইজ।
আমদানিকারক প্রতিষ্ঠান বলছে, দেশি জাতের শজনে এখনও বাজারে আসেনি। কিন্তু ভারতের বাজারে ১২ মাস শজনে পাওয়া যায়। দেশে ভারতের এ সবজির চাহিদা রয়েছে। তা ছাড়া খরচ কম, লাভ বেশি।
মেসার্স খান ইন্টারন্যাশনালের প্রতিনিধি মাহবুব আলম বলেন, ‘দেশের চেয়ে ভারতের শজনে আকারে বেশ মোটা। স্বাদ ভালো। আমাদের দেশে এ সবজির ব্যাপক চাহিদা রয়েছে। বাজারে দামও বেশ ভালো পাওয়া যায়। এসব বিবেচনা করে ভারত থেকে এ সবজি আমদানি করা হচ্ছে।’
তিনি বলেন, ‘এটি মৌসুমের প্রথম আমদানি। দেশের বাজারে শজনে না পাওয়া পর্যন্ত আমরা আমদানি অব্যাহত রাখব।’
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘ছয় মাস পর ভারত থেকে শজনে ডাঁটা আমদানি শুরু হয়েছে। বন্দর দিয়ে অন্যান্য পণ্যের সঙ্গে নতুন করে এ সবজি আমদানির ফলে সরকারের রাজস্ব বাড়বে। বন্দরের দৈনন্দিন আয় বাড়বে। এ সবজি কাঁচামাল হওয়ায় কাস্টমসের প্রাথমিক প্রক্রিয়া দ্রুত শেষ করা সম্ভব। সেজন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.