× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রত্যন্ত চরের মানুষের জন্য পুলিশের ‘লিটল ফ্রি লাইব্রেরি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩ ১৫:৪২ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩ ১৭:১০ পিএম

কুড়িগ্রাম জেলা পুলিশের নতুন উদ্যোগ লিটন ফ্রি লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ছেন কয়েকজন। প্রবা ফটো

কুড়িগ্রাম জেলা পুলিশের নতুন উদ্যোগ লিটন ফ্রি লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ছেন কয়েকজন। প্রবা ফটো

কুড়িগ্রামের প্রত্যন্ত চরের নাগরিকদের জন্য উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। চরের শিক্ষার্থী ও অন্য মানুষজনের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কুড়িগ্রাম জেলা পুলিশ বিভিন্ন স্থানে স্থাপন করেছে ‘লিটল ফ্রি লাইব্রেরি’।

পুলিশ বলছে, কুড়িগ্রামের প্রত্যন্ত চরে নাগরিক ও শিক্ষার্থীদের বই পড়ার অদম্য ইচ্ছা যাতে আরও সুপ্রশস্থ হয়, সে লক্ষ্যে প্রথম পর্যায়ে এই লিটল লাইব্রেরি স্থাপন করা হয়েছে। 

প্রথম অবস্থায় কুড়িগ্রাম জেলার ৫টি পয়েন্ট ঢুষমারা থানার অধিক্ষেত্রে ও মোহনগঞ্জের প্রত্যন্ত চরে, চিলমারী রমনা ঘাটে, কুড়িগ্রাম সদরের যাত্রাপুর চরের ঘাটে ও উলিপুরের নামাজের চরে লিটল ফ্রি লাইব্রেরি স্থাপন করা হয়েছে। এসব বেশিরভাগই চা দোকানের আশেপাশে স্থাপন করা হয়েছে। 

সেখানে চর এলাকার নাগরিকরা বই পড়ার পাশাপাশি বই এন্ট্রি করে বাসায় নিয়ে যেতে পারবেন। আর এই ব্যবস্থাপনা নিশ্চিত করবে সংশ্লিষ্ট চায়ের দোকানদার। 

লিটল ফ্রি লাইব্রেরিতে পাওয়া যায় হরেক রকম বই, নিয়েও যাওয়া যায় বাড়িতে


কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘ফ্রি লিটল লাইব্রেরি’ ধারাবাহিক পুলিশি কার্যক্রমের পাশাপাশি এই প্রয়াস টেকসই নিরাপত্তা, সমাজে সহনশীল শান্তি ও স্থিতিশীলতাকে সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করবে। 

তিনি বলেন, ‘আমরা চাই কুড়িগ্রামের প্রত্যন্ত চরের নাগরিকরা চায়ের দোকানে বসে শুধু আষাঢ়ে গল্প না করে বই পড়ে জানুক মহাকাব্যিক মুক্তিযুদ্ধ, অতুলনীয় নেতৃত্ব ও ভবিষ্যৎমুখী উন্নয়ন প্রচেষ্টা ও কার্যক্রমগুলো।’ 

লিটল ফ্রি লাইব্রেরিতে প্রাথমিকভাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, হৃদয়ে বঙ্গবন্ধু, সাত বীরশ্রেষ্ঠসহ ইতিহাস, সমাজ, জীবননির্ভর ও ভবিষ্যৎমুখী বইগুলো স্থান পেয়েছে। ভবিষ্যতে বইয়ের কলেবর আরও বাড়বে বলে জানান তিনি। 

লিটল ফ্রি লাইব্রেরি প্রাথমিক পর্যায়ে পাঁচটি দিয়ে শুরু হলেও কুড়িগ্রামের যেসব ছোট ছোট চরে লাইব্রেরি ও বইয়ের সীমাবদ্ধতা রয়েছে, সেসব জায়গায় পর্যায়ক্রমে ছড়িয়ে দেওয়ার কথাও জানান পুলিশ সুপার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা