× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষকদের স্বল্প প্রশিক্ষণে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সংশয়

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩ ১৭:১৮ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩ ১৭:৩৭ পিএম

শিক্ষকদের স্বল্প প্রশিক্ষণে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সংশয়

চলতি বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে ক্লাস শুরু করেছে শিক্ষার্থীরা। নতুন এ কারিকুলামে মানসম্মত পাঠদানের লক্ষ্যে ফেনী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৬৪৯ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) পাঁচ দিনের এ প্রশিক্ষণ শেষ হয়। তবে শিক্ষকরা বলছেন, অপর্যাপ্ত ও স্বল্পসময়ের এ প্রশিক্ষণ নিয়েও নতুন কারিকুলাম বাস্তবায়নে তাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

ফেনী জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে চলতি মাসের ৬, ৭, ১৩, ১৪ ও ১৫ তারিখ পর্যন্ত পাঁচ দিনের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ উপজেলায় ২ হাজার ৬৪৯ জন শিক্ষক প্রশিক্ষণ নিয়েছেন।

এ ব্যাপারে পরশুরাম উপজেলার মির্জানগর তৌহিদ একাডেমির সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নতুন কারিকুলামে পাঠদানের জন্য গত ২৪ ডিসেম্বর অনলাইনে একটি প্রশিক্ষণ নিয়েছি। এ ছাড়া, ফেনীতে এসে পাঁচ দিনের প্রশিক্ষণ নিয়েছি। এখন নতুন কারিকুলাম সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে, যা আপাতত চলবে। তবে মানসম্মত পাঠদানের জন্য আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার।’

দাগনভূঞা উপজেলার জাফর ইমাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম বলেন, ‘পাঁচ দিনের এই প্রশিক্ষণে চারটি শিখনফলে আলোচনা হয়েছে। মানসম্মত ও কাঙ্ক্ষিত পাঠদানের জন্য আরও প্রশিক্ষণের প্রয়োজন। তখন শিক্ষার্থীরাও বেশি উপকৃত হবে।’

নূর মোহাম্মদ নামে আরেক শিক্ষক বলেন, ‘চলতি বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে অধ্যয়ন শুরু করেছে শিক্ষার্থীরা। অনেকগুলো বিষয় আলোচনা করার প্রয়োজন থাকলেও সময় স্বল্পতার কারণে সম্ভব হয়নি। এ ছাড়া মূল্যায়নের বিষয়টি প্রশিক্ষণে গুরুত্ব দিয়ে আলোচনার কথা থাকলেও তা করা হয়নি।’

ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ বলেন, বিদ্যালয়ের দুজন শিক্ষক ছাড়া সবাই প্রশিক্ষণের আওতায় এসেছেন।

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম বলেন, বিদ্যালয়ের ৩৮ জন শিক্ষকের মধ্যে ১৫ জন প্রশিক্ষণে অংশ নিয়েছেন। আবার অনেকে উপজেলা পর্যায়ে মাস্টার ট্রেইনার থাকাকালীন প্রশিক্ষণ নিয়েছে। গত সপ্তাহে দুদিন এবং চলতি সপ্তাহে তিন দিন প্রশিক্ষণে অংশ নিয়েছেন শিক্ষকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা