× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিলা কাটায় যুবকের দেড় লাখ টাকা জরিমানা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩ ১৭:৩০ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩ ১৭:৫৭ পিএম

লোহাগাড়ায় রাতে কাটা হয় টিলা ও ফসলি জমির মাটি। প্রবা ফটো

লোহাগাড়ায় রাতে কাটা হয় টিলা ও ফসলি জমির মাটি। প্রবা ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় টিলা ও ফসলি জমির মাটি কাটায় আব্দুল হালিম নামের এক যুবককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে উপজেলার উত্তর কলাউজান নেজামুদ্দিন মুন্সি পাড়ায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান।

দণ্ডপ্রাপ্ত আব্দুল হালিমের বাড়ি উপজেলার চরম্বা ইউনিয়নের ঘাটিয়ার পাড়ায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান বলেন, একটি চক্র টিলা ও ফসলি জমির মাটি কেটে বিক্রি করছে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হচ্ছে। অভিযান ও অর্থদণ্ডের ভয়ে তারা রাতে মাটি কাটা শুরু করে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযান পরিচালনার সময় আদালতে অপরাধ স্বীকার করায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আব্দুল হালিমকে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এ ধরনের বিধিবহির্ভূত কাজ আর করবে না মর্মে অঙ্গীকার নেওয়া হয়েছে।

তিনি জানান, সুখছড়ি দরবার শরীফ এলাকায় রেজিস্ট্রেশনবিহীন ড্রাম্প ট্রাক চালানোর দায়ে দিদারুল আলম নামের অন্য একজনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী  ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে লোহাগাড়া থানার এএস আই শরীফুল ইসলামসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা