স্বর্ণ চুরির অভিযোগে গ্রেপ্তার ছয় আসামি। প্রবা ফটো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে চোর চক্রের আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চনপাড়া ও পূর্বগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান প্রতিদিনের বাংলাদেশকে গ্রেপ্তারের বিষয়টি জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নয়নতারা, নিলুফা, মোবারক, আব্দুল করিম, জহির, মইনুদ্দিন, আমজাদ হোসেন ও শাহাদাত। তারা ডেমরা, পূর্ব গ্রাম ও চনপাড়া এলাকার বাসিন্দা।
আতাউর রহমান বলেন, ‘পূর্বগ্রাম এলাকার ব্যবসায়ী মাহফুজুর রহমানের বাড়িতে নয়নতারা দুই মাস ধরে কাজ করতেন। রবিবার (১৫ জানুয়ারি) সকালে মাহফুজ তার স্ত্রীকে নিয়ে ঢাকায় যান। এ সময় নয়নতারা ঘরের কাজ করছিলেন। তারা দুপুরের দিকে ঢাকা থেকে ফিরে আলমারি খোলা দেখতে পান। পরে আলমারি খুলে দেখে তার রাখা স্বর্ণ নেই। আলমারিতে ২১ জোড়া কানের দুল, আট জোড়া কানের রিং, একটি চেইন, দুটি আংটিসহ প্রায় পাঁচ ভরির স্বর্ণালঙ্কার ছিল, যা চুরি হয়েছে।
পরে রূপগঞ্জ থানা পুলিশ ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করে নয়নতারা ও মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়। তারা চুরির ঘটনায় জড়িত বলে স্বীকার করেন। পর্যায়ক্রমে চোরের আট চক্রকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি হওয়া স্বর্ণও উদ্ধার করেছে পুলিশ।
ওসি বলেন, ‘চুরির ঘটনায় ওই ব্যবসায়ী চোরদের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.