× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার পা বিশিষ্ট নবজাতকের জন্ম, চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় বাবা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩ ২১:৫৩ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩ ২১:৫৯ পিএম

মীরসরাইয়ে চার পা বিশিষ্ট কন্যাশিশুর জন্ম। ছবি সংগৃহীত

মীরসরাইয়ে চার পা বিশিষ্ট কন্যাশিশুর জন্ম। ছবি সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে চার পা বিশিষ্ট নবজাতকের জন্ম হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার বেসরকারি একটি হাসপাতালে কন্যাশিশুটির জন্ম দেন নাছরিন আক্তার।

নবজাতকের বাবা সাইদুল ইসলাম নিজেই প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত প্রায় ২টার দিকে প্রসব বেদনা উঠলে তার স্ত্রীকে বারইয়ারহাটের শেফা ইনসান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। প্রসূতি ও স্ত্রী রোগের চিকিৎসক মারিয়া কিবতিয়ার তত্বাবধানে ভোর ৫টার দিকে তার স্ত্রী চার পা বিশিষ্ট কন্যাসন্তান জন্ম দেন।

তবে নবজাতকের চিকিৎসার খরচ নিয়ে চিন্তিত বাবা সাইদুল। তিনি বলেন, ‘২০২০ সালে আমাদের বিয়ে হয়। বিয়ের পর ছেলে সন্তানের জন্ম দিলেও শিশুটি ডেলিভারির সময় মারা যায়। এখন একটি কন্যা শিশুর জন্ম হয়েছে। শিশুটি চার পা নিয়ে স্বাভাবিকভাবে জন্ম হয়েছে। এতে সবার মুখে হাসি ফুটলেও তার অস্বাভাবিক হওয়ায় তার চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে।’

চিকিৎসক মারিয়া কিবতিয়া বলেন, ‘সোমবার রাত ২টার দিকে ওই গৃহবধূকে প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ভোর ৫টার দিকে চার পা বিশিষ্ট একটি কন্যাশিশু জন্ম দেন তিনি।’

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ এসএ ফারুক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শিশুটির জন্ম স্বাভাবিকভাবেই হয়েছে। তার চারটি পায়ের মধ্যে দুটি পা ক্লাব ফুট (মুগর পা) এবং বাকি দুটি পা অস্বাভাবিক। এছাড়া শিশুটির মেরুদন্ড অসম্পূর্ণ। মা পুরোপুরি সুস্থ থাকলেও হলেও শিশুটির হালকা শ্বাস কষ্ট রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা