× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইটভাটা উচ্ছেদসহ ৯ ভাটায় জরিমানা ১৭ লাখ টাকা

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩ ২২:১১ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩ ২২:১৫ পিএম

মেহেরপুরে একটি ইটভাটার আংশিক উচ্ছেদ। প্রবা ফটো

মেহেরপুরে একটি ইটভাটার আংশিক উচ্ছেদ। প্রবা ফটো

মেহেরপুরের মুজিবনগরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় নয়টি ইটভাটায় ১৭ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে আয়ান ব্রিকস নামে একটি ইটভাটার আংশিক উচ্ছেদসহ কাজ বন্ধ করে দিয়েছে।  

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালের দিকে খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

আসিফুর রহমান বলেন, ‘মেহেরপুরের মুজিবনগরে ইটভাটাতে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় নয় ইটভাটায় ১৭ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ইটভাটাগুলোতে অবাধে কাঠ পোড়ানো, ফসলী জমি নষ্ট করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাছে তৈরির অপরাধে এ জরিমানা করা হয়েছে।জরিমানা আদায় করা ৯টি ইটভাটা হলো- রফিকুল ইসলামের গাজী ব্রিকসে ২ লাখ ১০ হাজার টাকা, ফারুক হোসেনের জবা ব্রিকসে ২ লাখ ১০ হাজার টাকা, মোজাম্মেল হকের বিবিই ব্রিকসে ২ লাখ ১০ হাজার টাকা, এমএনবি ব্রিকসে ১ লাখ ৫০ হাজার টাকা, তৌফিকুল বারীর মুকুল ব্রিকসে ২ লাখ টাকা, রোমনুজ্জামানের হীরা ব্রিকসে ২ লাখ টাকা, নুরুল ইসলামের ডালিম ব্রিকসে ২ লাখ টাকা, লাভলুর এমএনসি ব্রিকসে ১ লাখ ৫০ হাজার টাকা, আঃ রশীদের শাপলা ব্রিকসে ২ লাখ টাকা।’

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (কুষ্টিয়া) আতাউর রহমান বলেন, ‘মেহেরপুর জেলায় ৯৩টি ইটভাটার মধ্যে মাত্র একটি ইটভাটার পরিবেশের ছাড়পত্র রয়েছে। অবৈধ এই সমস্ত ইটভাটা বন্ধে স্থানীয় প্রশাসনকে তালিকা দিয়েও ব্যবস্থা না নেওয়ায় এই অভিযান শুরু হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা