× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাউবোর ২১৯ কিলোমিটার বাঁধ নির্মাণ দ্রুত শেষ করার তাগিদ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩ ১৫:১৪ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩ ১৫:২৪ পিএম

পাউবোর ২১৯ কিলোমিটার বাঁধ নির্মাণ দ্রুত শেষ করার তাগিদ

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দক্ষিণ-পূর্বাঞ্চল জোনের ২১৯ কিলোমিটার বাঁধ নির্মাণ ও পুনর্নির্মাণ কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্বচ্ছতার সঙ্গে চলমান ১৬টি প্রকল্পের কাজ শেষ করারও নির্দেশনা দেন তিনি।

শনিবার (২১ জানুয়ারি) সকালে পাউবোর দক্ষিণ-পূর্বাঞ্চল জোনের চলমান কাজ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ নির্দেশনা দেন।

একেএম এনামুল হক শামীম বলেন, গত চার বছরে চট্টগ্রামে ৮ হাজার ২৯ কোটি টাকার ১৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে স্থায়ী প্রতিরক্ষা কাজ ৫২ দশমিক ৭৮ কিলোমিটার, খাল পুনঃখনন ১৮০ কিলোমিটার, বাঁধ নির্মাণ ও পুনর্নির্মাণ ২১৮ দশমিক ৮৯ কিলোমিটার এবং রেগুলেটর রয়েছে ৫৪টি। ৩ হাজার ৮৫৩ কোটি টাকার সাতটি প্রকল্পের কাজ শেষ হয়েছে। এখন ৪ হাজার ১৭৭ কোটি টাকার কাজ চলছে। এসব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাউবো দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খম জুলফিকার তারেক, নির্বাহী প্রকৌশলী (জোন-৩) তয়ন কুমার ত্রিপুরা, নির্বাহী প্রকৌশলী (জোন-২) নাহিদ উজ জামান খান, নির্বাহী প্রকৌশলী (জোন-১) নুরুল আবছার আজাদ, উপপরিচালক শহীদ উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা