× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাসিক আইনশৃঙ্খলা উন্নয়ন সভার চিঠি পেয়েও আসেন না জনপ্রতিনিধিরা

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩ ২১:২৩ পিএম

মাসিক আইনশৃঙ্খলা উন্নয়ন সভার চিঠি পেয়েও আসেন না জনপ্রতিনিধিরা

যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা উন্নয়ন সভায় অংশ নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ একাধিক সদস্য উদাসীন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) উপজেলা মিলায়তনে মাসিক উন্নয়ন সভায় এ কথা জানান উপজেলা আইনশৃঙ্খলা উন্নয়ন কমিটির সভাপতি ইউএনও ইরুফা সুলতানা।

তিনি বলেন, ‘উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য হওয়া সত্ত্বেও সভার চিঠি পৌঁছে পেয়েও উপস্থিত থাকেন না একাধিক কর্মকর্তা ও জনপ্রতিনিধি। মাসিক সভা নিয়ে আমাদের থানার ওসি, ইউপি চেয়ারম্যানসহ একাধিক সদস্য উদাসীন। একাধিকবার বলার পরও গুরুত্ব দিচ্ছেন না অনেকে। যারা উপস্থিত, তারাও সঠিক সময়ে আসেন না।’

সভায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান তৌহিদুর রহমান শহরের ভাস্কর্য মোড়সহ প্রধান সড়কের একাধিক স্তানে বাস না রাখার দাবি জানান। তিনি বাজারে অবৈধ যানের কারণে সৃষ্টি যানজটের বিষয়টি তুলে ধরেন। 

এ সময় উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ বলেন, ‘ইটভাটার কারণে রাস্তায় মাটির প্রলেপ পড়ছে, যার কারণে রাস্তার স্থায়িত্ব কমতে শুরু করেছে। বেপরোয়া ভাটার ট্রাক চলাফেরার কারণে অনেক রাস্তায় ভাঙন শুরু হয়েছে।’ 

সভায় মাদক নিয়ন্ত্রণ, উপজেলায় জাদুঘর তৈরির উদ্যোগ, চৌগাছা খেজুর গুড়ের মেলার সফলতাসহ সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সভায় ইউএনও ইরুফা সুলতানার সভাপতিত্ত্বে আলোচনা করেন, উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান তৌহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার, পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল, ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা