নোয়াখালী জেলা পুলিশ সুপার সোনাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে ভবঘুরে বৃদ্ধা, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করছেন। প্রবা ফটো
নোয়াখালী সদরে ছিন্নমূল, বয়স্ক, দিনমজুর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম। রবিবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে সোনাপুর রেলস্টেশনে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০০ কম্বল বিতরণ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘নোয়াখালী জেলা পুলিশ সুপার সোনাপুর রেলস্টেশনে ভবঘুরে, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন। কম্বল পেয়ে শীতার্তরা খুশি।’
আবুল কালাম নামে এক বৃদ্ধ বলেন, ‘আমার বাড়ি হাতিয়ায়; সেখানে যেতে পারি না। কারণ নদী ভাঙনে বাড়ি চলে গেছে। দিনে এদিকওদিক থাকি আর রাতে স্টেশনে ঘুমাই। কম্বল দেওয়ায় আমার অনেক খুশি লাগছে।
স্টেশনে বসবাস করা রহিমা বেগম বলেন, ‘আমাকে গায়ে কম্বল জড়িয়ে দিসে এসপি স্যার। এতদিন কাপড় গায়ে দিয়ে ঘুমাইসি। কিন্তু শীত সহ্য করতে পারছিলাম না। এখন কম্বল গায়ে দিয়ে ঘুমাব।’
জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, ‘আজ আগের দিনের থেকে বেশি শীত অনুভূত হচ্ছে। ফলে ছিন্নমূল মানুষ কষ্টে দিনযাপন করছে। তাই যারা ভাসমান জীবনযাপন করছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ও ডিবির আয়োজনে তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের আহ্বান করছি। ছিন্নমূল অসহায় মানুষ কম্বল পেয়ে খুব খুশি হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) আমান উল্লাহ, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলামসহ গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.