× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলবাড়ীতে এবারও খড়ের গাদায় আগুন দিচ্ছে কে?

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ১১:৫৭ এএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩ ১৫:১৩ পিএম

ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে করছে। প্রবা ফটো

ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে করছে। প্রবা ফটো

গত বছর দিনাজপুরের ফুলবাড়ীতে ৪ রাতে ৭টি ছোট বড় খড়ের গাদায় আগুনের ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। ফের আগুনের ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে ওই এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েছেন শিশু ও নারীসহ এলাকাবাসী।

রবিবার (২৯ জানুয়ারি) রাত ১টায় উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বুন্দিপাড়া গ্রামে মজনু মিয়া নামের এক ব্যক্তির খড়ের পালায় আগুনের ঘটনা ঘটেছে।

ফুলবাড়ী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম আগুনের বিষয়টি জানিয়েছেন।

বুন্দিপাড়া গ্রামের বাসিন্দা মিমি আফরিন বলেন, রবিবার রাত ১টায় আগুন দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন করে ফায়ার সার্ভিসকে ডাকা হয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গ্রামের বাসিন্দা আলামিন ইসলাম বলেন, গত বছরের মতো এবারো শুরু হয়েছে খড়ের গাদায় আগুন দেওয়া। গতবছর ওই ঘটনায় একজনকে পুলিশ আটক করে। এ বছর ফের শুরু হয়েছে। একদিকে যেমন জানমাল ক্ষতি, অন্যদিকে আতঙ্ক। এলাকার নারী ও শিশুদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আইনি তৎপরতা বাড়ানো উচিত।

ক্ষতিগ্রস্ত মজনু মিয়া বলেন, গরুর খাবারের জন্য বাড়ির আঙ্গিনায় ২০ বিঘা ধানের খড় পালা দিয়ে রেখেছিলাম। গত বছর আমার বড় ভাইয়ের খড়ের গাদাসহ বেশ কয়েকটা খড়ের গাদায় আগুন লাগিয়েছিল দুর্বৃত্তরা। তাই এইবার সজাগ থাকা সত্ত্বেও রক্ষা করতে পারলাম না। এভাবে যদি প্রতিবছর আগুনের ঘটনা ঘটে, তবে তো আমরা নিরাপত্তাহীন। আজ খড়ের গাদায়, একদিন তো বাড়িতে আগুন দিবে।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। ওই এলাকায় গতবছরেও বেশ কিছু খড়ের গাদায় আগুনের ঘটনা ঘটেছিল।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, গতবছর পরপর অগ্নিসংযোগের ঘটনায় একজনকে আটক করা হয়। এরপর থেকেই অগ্নিসংযোগ ঘটনা বন্ধ হয় যায়। কিন্তু রবিবার রাতে আবার অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। ধারণা করা হচ্ছে, গতবছর আটক সেই যুবকই আবারও আগুন লাগিয়েছে। সে যুবক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা