× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরণখোলায় ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ১৪:০১ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩ ১৪:১৯ পিএম

শরণখোলার তাফালবাড়ী বাজার। প্রবা ফটো

শরণখোলার তাফালবাড়ী বাজার। প্রবা ফটো

বাগেরহাটের শরণখোলার তাফালবাড়ী বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে বিরোধের সমঝোতা হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে দোকানপাট খুলে দিয়েছেন ব্যবসায়ীরা।

রবিবার (২৯ জানুয়ারি) বিকালে তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এক বৈঠকের মাধ্যমে উভয়পক্ষের মধ্যে সমঝোতা করেন।

এরপর ওই দিন বিকাল থেকেই ব্যবসায়ীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে দোকানপাট খুলে দেন। 

তাফালবাড়ী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ওমর সর্দার জানান, বৈঠকে নেতারা ব্যবসায়ীদের নিরাপত্তা এবং আগামী চৈত্র মাসের মধ্যে স্থানীয় জোমাদ্দার বংশের লোকজনের বাকি নেওয়া মালামালের টাকা পরিশোধের আশ্বাস দেন। এ ছাড়া ব্যবসায়ী ও এক শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্তরা ক্ষমা চাওয়ায় অবশেষে সমঝোতা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, প্রবীণ আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম খোকন, সাউথখালী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, তাফালবাড়ী বাজার কমিটির সভাপতি আ. রাজ্জাক ও সাধারণ সম্পাদক ওমর সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উভয়পক্ষের লোকজন নিয়ে এ সমঝোতা বৈঠক করেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার সাউথখালী ইউনিয়নের ওই বাজারটির ব্যবসায়ী ও পার্শ্ববর্তী রায়েন্দা ইউনিয়নের জমাদ্দার বংশের লোকজনের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

ওই সংঘর্ষের পর শনিবার সকাল থেকে সমস্ত দোকানপাট বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন ব্যবসায়ীরা।

রবিবার সকাল ১০টায় ধর্মঘটের সঙ্গে ব্যবসায়ীরা মানববন্ধন করে দোষীদের বিচার দাবি করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা