× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশলীর উপর হামলার নিন্দা আইইবির

প্রবা প্রতিবেদক

৩০ জানুয়ারি ২০২৩ ১৪:৪৫ পিএম । আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩ ১৫:০৯ পিএম

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানীর উপর হামলার তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)।

সোমবার (৩০ জানুয়ারি) আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে শহরের টাইগারপাসের চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ের চারতলায় প্রকল্প পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানী তার কার্যালয়ে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় তার কক্ষে প্রায় ২০ থেকে ২৫ জন ঠিকাদার ঢুকে পড়েন। কথা বলার একপর্যায়ে অতর্কিতভাবে তার ওপর হামলা করেন ঠিকাদাররা।

আইইবি মনে করে, সম্পূর্ণ বেআইনীভাবে প্রকৌশলী গোলাম ইয়াজদানীকে শারীরিকভভাবে লাঞ্ছিত করা হয়েছে । এটা দণ্ডনীয় অপরাধ। একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর সঙ্গে এ ধরনের আচরণে সারা দেশের প্রকৌশলীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। যা দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রমে বিঘ্ন ঘটবে।

আইইবি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা