চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালকদের মারধরের পর ভেঙে ফেলা হয় নামফলকও। প্রবা ফটো
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অস্থায়ী কার্যালয়ে প্রকল্প পরিচালককে মারধর ও কক্ষ ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০ জনকে আসামি করা হয়েছে। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৯ জানুয়ারি) রাতে নগরীর খুলশী থানায় মামলাটি করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা চারজনকে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘চসিকের অস্থায়ী কার্যালয়ে ঢুকে প্রকৌশলী গোলাম ইয়াজদানীকে মারধর ও তার কক্ষ ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় এজাহারভুক্ত তিন আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- সুভাষ, কংকন, ফিরোজ ও মাহমুদউল্লাহ।’
মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন- এসজে ট্রেডার্সের মালিক সাহাব উদ্দিন, শাহ আমানত ট্রেডার্সের কংকন দাশ, মাসুদ এন্টারপ্রাইজের মো. ফেরদৌস, শাহ আমানত ট্রেডার্সের সুভাষ, মেসার্স খান করপোরেশনের হাবিব উল্ল্যাহ খান, নাজিম অ্যান্ড ব্রাদার্সের মো. নাজিম, মেসার্স রাকিব এন্টারপ্রাইজের ফিরোজ, অজ্ঞাত ঠিকানার ফরহাদ, ইফতেখার এন্ড ট্রেডার্সের ইউসুফ ও জ্যোতি এন্টারপ্রাইজের মালিক আশিষ বাবু।
রবিবার বিকাল ৪টায় চসিকের আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ৪১০ নম্বর কক্ষে ওই হামলার ঘটনা ঘটে। তাকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে প্রেষণে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.