× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৃহবধূকে ফাঁদে ফেলে সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয় ‘জিনের বাদশা’

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ১৬:৫১ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩ ১৮:০৭ পিএম

গ্রেপ্তার কথিত জিনের বাদশা ও সহযোগীকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‍্যাব। প্রবা ফটো

গ্রেপ্তার কথিত জিনের বাদশা ও সহযোগীকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‍্যাব। প্রবা ফটো

টাঙ্গাইলের কালিহাতীতে এক প্রবাসীর স্ত্রীকে ফাঁদে ফেলে সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কথিত জিনের বাদশা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ভোলা জেলার বোরহান উদ্দিন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার চকঢোষ এলাকার কথিত জিনের বাদশা কবিরাজ আকবর আলী ওরফে রাশেদ মাতাব্বর ও তার সহযোগী একই এলাকার মো. মিরাজ।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে গ্রেপ্তারের পর টাঙ্গাইলের র‌্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘আসামিদের লক্ষ্য ছিল গ্রামের সহজসরল সাধারণ মানুষ। এসব মানুষকে ফাঁদে ফেলে তারা মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগী এক গৃহবধূ আসামিদের বিরুদ্ধে কালিহাতী থানায় সোমবার মামলা করলে র‌্যাব অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। আসামিদের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।’

র‌্যাব জানায়, গত বছরের ২০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত টাইঙ্গাইলের কালিহাতী উপজেলার ছিলিমপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে প্রতারণার ফাঁদে ফেলে জিনের বাদশা কবিরাজ আকবর আলী বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেন। এরপর মোবাইল বন্ধ করে দেন এই প্রতারক। ভুক্তভোগী ওই গৃহবধূ র‌্যাবের কাছে অভিযোগ করলে টাঙ্গাইল র‌্যাব-১৪ ও ভোলা র‌্যাব-৮ প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তারে যৌথ অভিযান চালায়। একাধিক অভিযানের পর ভোলা জেলার বোরহান উদ্দিন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা