র্যাবের হাতে আটক মাদক কারবারিরা। প্রবা ফটো
ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থেকে চার মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকের সময় তাদের কাছ থেকে ২২৪ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) র্যাব-৪ এর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আটকরা হলেন চাঁপাইনবাবগঞ্জের পলাশ আলী, মো. মিরাজ, কুড়িগ্রামের মো. মিলন মিয়া ও রংপুরের কৌশিক বাবু।
র্যাব জানায়, গত ২৯ ও ৩০ জানুয়ারি ঢাকার আশুলিয়া এলাকার বলিভদ্র ও শ্রীপুর ব্যাসষ্ট্যান্ড এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে চারজন মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২২৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। তাছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, আটক দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার, ধামরাই, আশুলিয়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা হবে।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.