× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে তিন দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ১৮:৫৬ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩ ১৯:০৮ পিএম

তিন দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রবা ফটো

তিন দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রবা ফটো

গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে সুনামগঞ্জে তিন দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে বিভিন্ন জেলার প্রায় দেড় শতাধিক ঘোড়দৌড় প্রতিযোগী অংশ নিচ্ছেন।

রবিবার (২৯ জানুয়ারি) বিকালে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে মঙ্গলবার (৩১ জানুয়ারি) পর্যন্ত। সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ এলাকায় জালালপুর ও লালপুর মাঠে দুই গ্রামবাসীর উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

ঘোড়দৌড় আয়োজক কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বলেন, ‘গ্রাম বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে এ আয়োজন। প্রায় ৪০টি গ্রাম মিলে তিন দিনব্যাপী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগে আমাদের বাপ দাদারা এই আয়োজন করতেন। এখন আমরা করছি।’

চাঁরপুর গ্রামের বাসিন্দা আকিল মিয়া বলেন, ‘আমাদের গ্রামে সাতটি দৌড় প্রতিযোগিতার ঘোড়া রয়েছে। তারা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এ রকম প্রতিযোগিতায় অংশ নিয়ে আমিও তিনবার পুরস্কার পেয়েছি। অনেকদিন পর ঘোড়দৌড় অনুষ্ঠিত হচ্ছে, আমরা অনেক খুশি।’

জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বললেন, ‘গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এ প্রতিযোগিতার অনুমতি দেওয়া হয়েছে। তাছাড়া বোরো চাষাবাদে কৃষকদের উৎসাহিত করতে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে। সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে ঘোড়ার মালিকসহ হাজার হাজার সৌখিন দর্শকরা খেলা দেখতে এসেছেন।’

তিনি বলেন, ‘সমীর বাংলা, অচিনপাখি, পাগলা মিজান, সোনার হরিণ, আমিন রাজাসহ শতাধিক ঘোড়া নিয়ে মাঠে নেমেছেন মালিকরা। তিনটি করে ঘোড়াকে প্রতিযোগিতায় নামাতে পারবেন তারা। জয়ী ঘোড়া পরের পর্বে খেলার সুযোগ পাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা