নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পরিদর্শন শেষে কথা বলেন শামীম ওসমান। প্রবা ফটো
বিএনপি বর্তমানে আন্দোলনের নামে হাঁকডাক করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
তিনি বলেন, ‘বিএনপি বলেছিল ১০ (ডিসেম্বর) তারিখ থেকে সরকারে আওয়ামী লীগ থাকবে না। ১১ ডিসেম্বর তারেক জিয়া দেশে ফিরে আসবে। খালেদা জিয়ার কথায় দেশ চলবে। আমি বলেছিলাম ঘোড়ার ডিম হবে। ঘোড়া ডিম পাড়বে না, তাদের স্বপ্নও পূরণ হবে না। বিএনপির এই ঐক্য-ফৈক্য কিছুই থাকবে না। বিএনপির এই হাঁকডাকই তাদের সার হবে। এর বাইরে তাদের কিছু করার আছে বলে মনে হয় না।’
সোমবার (৩০ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠিত নির্বাচন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘বিএনপির মধ্যে দুইটা গ্রুপ আছে। একটা ভাইয়া, আরেকটা আম্মা গ্রুপ। এক গ্রুপ চায়, বিশৃঙ্খলা করে নির্বাচন বন্ধ করতে।’
তিনি বলেন, ‘তাদের মনে রাখতে হবে, এটা জাতির জনক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার। তারা যদি মনে করে ২০১৪ সালের মতো কিছু করবে, দেশে এখন সেই অবস্থা নেই। দেশের জনগণ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সবাই বুঝে, কীভাবে দেশ রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে।’
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থি প্রার্থীদের জয় নিয়ে শামীম ওসমান বলেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে এই বারের অনেক উন্নয়ন হয়েছে। বার ভবন নির্মাণ করা হয়েছে, আপনারা দেখেছেন। সবকিছু কিন্তু আওয়ামী লীগপন্থি আইনজীবীদের কারণে হয়েছে। আইনজীবীরা তো অত্যন্ত শিক্ষিত। লার্নেড আইনজীবী বলা হয়, আমাদের কিন্তু লার্নেড এমপি বলা হয় না। তারা খুব সচেতন মানুষ।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আব্দুল করিম বাবু প্রমুখ।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.