কুড়িগ্রাম সদরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে খাদেম আলী নামের একজন নিহত হয়েছেন।
সোমবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার হলোখানা মাস্টারের হাটের নামাচর জোলাপাড়ায় এই সংঘর্ষ হয়। বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৪জন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত খাদেম আলী মাস্টারের হাট এলাকার হেমের কুটি গ্রামের মৃত খটু মামুদের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে খাদেম মিয়ার দখলে থাকা একটি জমিতে ধান রোপন করতে গেলে একই এলাকার নুরনবীর সঙ্গে বাকবিতণ্ডা বাধে। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
আহতদের মধ্যে ইয়াকুব আলী, এরশাদ আলী, হোসেন আলী, ইসমাইল হোসেন, নূরনবী মিয়া, আব্দুল জলিল, আব্দুল খলিল, শফিকুল ইসলাম, জসিম উদ্দিন, সহিদা বেগম, খোতেজা বেগম এবং হাফসা বেগম কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গুরুতর হওয়ায় খাদেম আলী, মেহের আলী ও আবু সুফিয়ানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বিকালে সেখানে খাদেম আলী মারা যান।
হলোখানা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম জানান, প্রায় ১৮ বছর থেকে এই দুই পক্ষের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলছে। বিজ্ঞ আদালতে মামলাও চলছে। কয়েকবার শালিস বসলেও এক পক্ষ উপস্থিত না হওয়ায় মীমাংসা হয় না। এর জেরেই সংঘর্ষ হয়েছে।
ওসি খান মো. শাহরিয়ার বলেন, হাসপাতালে একজন মারা যাওয়ার বিষয়টি জেনেছি। সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.