× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুতিন আর নেই

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ২২:১৪ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ০০:২৫ এএম

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুতিন। ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুতিন। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে ভৈরব পৌর শহরের কালিপুর দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুতিন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

পরিবার সূত্র জানায়, আগামীকাল মঙ্গলবার পৌর শহরের কালিপুর ঈদগাহ্ মাঠে বেলা ১১টায় তার জানাজার নামাজ হবে। পরে কালিপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

আব্দুল মুতিনের প্রথম কর্মজীবন ব্রাহ্মণবাড়িয়ার তালশহর কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। সেখানে কর্মরত অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধের পর ভৈরবে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হন।

এ ছাড়া তিনি ভৈরব ন্যাপ (মোজাফ্ফর আহম্মেদ) পার্টির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। মানবাধিকার সংস্থা বাস্তবায়ন ভৈরব শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন কালিপুর হাইস্কুলের সভাপতির দায়িত্ব ও কালিপুর মাদ্রাসায় দীর্ঘদিন পরিচালনার দায়িত্বে ছিলেন। একজন শিক্ষাবিদ হিসেবে ভৈরবে তার ব্যাপক সুনাম রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা