× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে জমির বিরোধে চাচাতো ভাইদের হাতে যুবক খুন

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৭ পিএম

চরভদ্রাসনে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ওহাব মোল্যা। প্রবা ফটো

চরভদ্রাসনে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ওহাব মোল্যা। প্রবা ফটো

ফরিদপুর জেলার চরভদ্রাসনে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ওহাব মোল্যা (৪০) নামের এক ব্যক্তি। গুরুতর আহত হয়েছেন তার ভাই ইমারত মোল্যা। ঘটনাটি ঘটেছে বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মধ্যসালিপুর চর এলাকায়।

এ বিষয়ে মধ্যসালিপুর ৫নং ওয়ার্ড মেম্বার হুমায়ুন শেখ জানান, মধ্যসালিপুরের বারেক মোল্যা এবং তার ভাই খালেক মোল্যার মধ্যে পৈতৃক ৪০ শতাংশ ফসলি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালে বারেক মোল্যার দুই ছেলে ক্ষেতে সরিষা কাটতে গেলে খালেক মোল্যার সন্তানেরা বাধা দেন।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে খালেক মোল্যার ছেলে আইয়ুব মোল্যা, বক্কার মোল্যা, মাসুদ মোল্যাসহ আরও কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে চাচাতো ভাই ওহাব মোল্যার উপর হামলা চালায়। এতে ওহাব মোল্যা ঘটনাস্থলেই মারা যান।

এ সময় আরেক ভাই ইমারত মোল্যা গুরুতর আহত হন। খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে এবং আহতকে চরভদ্রাসন হাসপাতালে ভর্তি করেন।   

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরভদ্রাসন থানার ওসি মিন্টু মন্ডল। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহতকের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে তার অবস্থা আশঙ্কাজনক। 

এ ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা