× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর ছাত্রলীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৬

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২০ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৯ পিএম

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর ছাত্রলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। প্রবা ফটো

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর ছাত্রলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। প্রবা ফটো

ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর ছাত্রলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পথচারীসহ উভয় পক্ষের অন্তত ৬ জন।

এদের মধ্যে ২ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে আহত ছাত্রলীগ কর্মী ইরফান রাজা রুকুকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

ঘটনার সময় সেখানে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি ও ছাত্রলীগের।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে শহরের সরকারি মাহাতাব উদ্দিন কলেজের শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি।

কর্মী-সমর্থকরা কলেজ থেকে বের হওয়ার সময় ছাত্রলীগ কর্মীরা পেছন থেকে ইটপাটকেল নিক্ষেপ করে বলে বিএনপির অভিযোগ।

এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হন। 

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, সামান্য ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছিল। তবে তা নিয়ন্ত্রণে আছে।

এ বিষয়ে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বলেন, ‘আমাদের ছেলেরা শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে ছিল। সেখানে বিএনপির নেতাকর্মীরা এসে হামলা করে। তারা পরিকল্পিতভাবেই আগে থেকে লাঠিসোঁটা নিয়ে এসেছিল। ফিরে যাওয়ার সময় তারা একা পেয়ে ছাত্রলীগ কর্মী ইরফান রাজা রুকুকে কুপিয়ে আহত করে এবং একটি ককটেল বিস্ফোরণ ঘটায়।’

এ বিষয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘আমরা শ্রদ্ধা নিবেদন শেষে কলেজের বাইরে বের হলে কলেজের ভেতর থেকে আমাদের লক্ষ্য করে ছাত্রলীগের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। আমাদের নেতাকর্মীরা ঘুরে গিয়ে সেটাকে প্রতিহত করে। এতে আমাদের কয়েকজন আহত হয়। তারা ভয় দেখাতে সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম জানান, হাসপাতালে আসা রোগীদের মধ্যে রুকুর শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।    

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা