একুশের প্রথম প্রহরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সাহিতপুর বাজারের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান ইউএনও কাবেরী জালাল। প্রবা ফটো
নির্মাণের পর চার থেকে পাঁচ বছর অযত্ন ও অবহেলায় পড়ে থাকা নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সাহিতপুর বাজারের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একুশের প্রথম প্রহরে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) জুনায়েদ আফ্রাদ, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেনসহ স্থানীয় সান্দিকোণা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি এই শহীদ মিনারের অবস্থা নিয়ে প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ হলে তা ইউএনওর নজরে আসে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ইউএনও কাবেরী জালাল বলেন, ’বিষয়টি তার দৃষ্টিতে আসার পরপরই স্থানীয় ইউপি চেয়ারম্যানকে শহীদ মিনারটি সংস্কার করাতে বলেন। তিনি পরিষদের লোকজন দিয়ে শহীদ মিনারটি সংস্কার করে সাজিয়ে রাখেন। পরে একুশের প্রথম প্রহরে তারা সেখানে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।’
ইউএনও আরও বলেন, ’ভাষাশহীদ ও শহীদ মিনারের প্রতি কোনো ধরনের অসম্মান হলে তা মেনে নেওয়া হবে না। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলার স্বীকৃতি পেয়েছি, সেসব শহীদ ও তাদের সম্মানে নির্মিত মিনারের যথাযথ মর্যাদা রক্ষা করতে হবে। নতুন প্রজন্মকেও তা শেখাতে হবে।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.