মোংলা বন্দরে আসা বঙ্গবন্ধু রেল সেতুর সরঞ্জাম। প্রবা ফটো
যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে সেতুর স্টিল মেশিনারি পাইপ মোংলা বন্দরে এসে পৌঁছেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে পানামা পতাকাবাহী ‘এমভি জুপিটার’ জাহাজে এই পণ্য আসে।
বিদেশি ওই জাহাজের শিপিং এজেন্ট ‘হক অ্যান্ড শিপিং’ এজেন্টের খুলনার ব্যবস্থাপক শওকত আলী প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ’এই জাহাজে ৩১৩৪ দশমিক ১০৬ টন স্টিল পাইপ এসেছে। এখন সেগুলো খালাস চলছে। ভিয়েতনাম থেকে আসা এই পাইপ আগামী ২৪ ফেব্রুয়ারি মোংলা বন্দরে খালাস শেষে নৌপথে সিরাজগঞ্জে পৌঁছে দেওয়া হবে।’
এর আগে এই সেতুর জন্য ২২ জানুয়ারি ৩৩৫৩ দশমিক ৩৮৯ টন স্টিল পাইপ নিয়ে মোংলা বন্দরে আসে ‘এমভি কুই ইয়া শান’ জাহাজ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামালসহ দেশের চলমান সব মেগা প্রকল্পের মালামাল অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দরে খালাস হচ্ছে। এতেই প্রমাণ হয় এ বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া এ বন্দরের চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে এ বন্দর ব্যবহারে আরও আগ্রহী হবেন ব্যবসায়ীরা।’
মঙ্গলবার বন্দরের ৮ নম্বর জেটিতে আসা বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর স্টিল পাইপও দ্রুত খালাস করা হবে বলেও জানান তিনি।
সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু হচ্ছে দেশের সর্ববৃহৎ রেল সেতু। মোট ৫০টি পিলারের ওপর গড়ে উঠবে ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এ সেতু।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.