× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক হাজার শিশুকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০২ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪০ পিএম

চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রবা ফটো

চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রবা ফটো

শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘আঁকো তোমার মনের রঙে’ স্লোগানে ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিশুর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্য প্যাসিফিক ক্লাব’ এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় পৃথক তিন বিভাগে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে সেরা ৩০ জনকে পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ও সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর পরিচালক আবু রায়হান জুয়েল। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম রুকনের সঞ্চালনায় এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, সাবেক সংসদ সদস্য মরহুম এমএ বারীর ছেলে মহসিনুল বারী রুমি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা প্রাণ রায়, চলচ্চিত্র পরিচালক শাহনেওয়াজ কাকলী, অভিনয়শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল হাশেম প্রমুখ বক্তব্য দেন।

আয়োজক সংগঠনের সভাপতি আবু রায়হান জুয়েল বলেন, ’সীমান্তঘেঁষা এ উপজেলায় পিছিয়ে থাকা শিশুদের মধ্যে সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে ভাষা দিবসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা