× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাষাশহীদদের স্মরণ

রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫০ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২১ পিএম

রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম। প্রবা ফটো

রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভাষাশহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাড়াও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে এবং রংধনু গ্রুপের উদ্যোগে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, অর্থ সহায়তা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার দেওয়া হয়।

উপজেলার নাওড়ায় রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘বাঙালি জাতির জন্য এই দিবস শোক ও বেদনার। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন। তারা জীবন দিয়ে আমাদের ভাষা রক্ষা করেছেন। আমাদের জীবনে অমৃতরসের স্পর্শ দিয়ে গেছেন। সে রসে আমরা জনে জনে, প্রতিজনে, সমগ্রজনে সিক্ত।’

রফিকুল ইসলাম বলেন, ‘সালাম-রফিক-বরকত-জব্বার-সফিউর মাতৃভাষা বাংলার জন্য প্রাণ দিয়ে প্রমাণ করেছেন ন্যায় ও সত্যের ব্যাপারে কোনো আপস চলে না, চলে না কোনো গোঁজামিল।’

ষড়যন্ত্রকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব।’

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের রাজনৈতিক মুখ্য সচিব শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদ। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার টুকুর সভাপতিত্বে ও রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়া পান্না সোহেল, রংধনু গ্রুপের পরিচালক ও জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু দাউদ মোল্লা, তারাবো পৌরসভার সাবেক মেয়র ও রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান খান, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আলী মাস্টার,  আওয়ামী লীগ নেতা আলী আজগর, কামরুল ইসলাম নয়ন, মির্জা মাহবুব বাচ্চু, মিলন ভূঁইয়া, আলতাফ হোসেন, আলী আজগর, আব্দুল আউয়াল মোল্লা, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য করিম পাঠান, সাখাওয়াত হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক মজিবুর রহমান, জলিল ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম, কায়েত পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম জেমিন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি জোসনা মহিউদ্দিন, কায়েতপাড়া ১নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ, কায়েতপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক সাহিদা আক্তার, তারাবো পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক মিনা আকতার, আমজাদ হোসেন প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা