× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাল ‘অদম্য বাংলাদেশ’

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০৪ পিএম । আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১২ পিএম

ভুলতা স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার পাঠক সংগঠন ‘অদম্য বাংলাদেশ’ এর আহ্বায়ক কমিটির সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার পাঠক সংগঠন ‘অদম্য বাংলাদেশ’ এর আহ্বায়ক কমিটির সদস্যরা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারে তারা শ্রদ্ধা নিবেদন করেন। এতে অংশ নেন সংগঠনের আহ্বায়ক মনজুর হোসেন ভূঁইয়া, সদস্য সচিব সুমন মজুমদার ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রূপগঞ্জ প্রতিবেদক সাইফুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন সুন্দর আলী দেওয়ান, মাসুদ মোল্লা, কবি সাইদুর রহমান, আসাদ আল মুনসুর, হানিফ ভূঁইয়া, ইসলাম পাঠান, শাহেলা ইসলাম, সাজেদা খাতুন প্রমুখ।

মনজুর হোসেন বলেন, ‘১৯৫২ সালের এদিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ রাজপথে নেমে আসে। সে সময়ের শাসকগোষ্ঠীর চোখ-রাঙ্গানো উপেক্ষা করে তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করেন। ভাষা শহীদদের স্মরণ করে প্রতিবছর এই দিনটিতে আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’

সুমন মজুমদার বলেন, ‘যারা আমাদের মাতৃভাষা বাংলার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আজকের এই দিনে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা