বাগেরহাটে ১২০ টাকায় চাকরি পেলেন ৫৬ জন নারী-পুরুষ প্রার্থী। প্রবা ফটো
বাগেরহাটে কনস্টেবল (টিআরসি) পদে ১২০ টাকায় চাকরি পেলেন ৫৬ জন নারী-পুরুষ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে টিআরসি পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল জেলা পুলিশ লাইনসে প্রকাশ করা হয়।
নিয়োগপ্রত্যাশী ও অভিভাবকদের সামনে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক এই ফল ঘোষণা করেন।
নতুন চাকরি পাওয়া সাজিদ হাসান বলেন, 'শুনেছি সরকারি চাকরির জন্য অনেক টাকা পয়সা লাগে। অনলাইনে ১২০ টাকা ফি দিয়ে আবেদন করেছিলাম, আর কোন টাকা লাগেনি। কাউকে দিয়ে সুপারিশও করাতে হয়নি।'
সম্মিলিত মেধা তালিকায় সর্বোচ্চ নাম্বার পাওয়া চিতলমারী উপজেলা সদরের বাসিন্দা জুই আক্তার বলেন, ‘ভালো লেখাপড়া করলে যে চাকরি পাওয়া যায় তার প্রমাণ পেলাম। আমার কাছে মনে হয়েছে অনেক স্বচ্ছভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এভাবে চললে মেধাবীরা আসতে পারবে সরকারি চাকরিতে।’
শুধু জুই আর সাজিদ না, চাকরিপ্রাপ্ত প্রত্যেক তরুণ-তরুণীর অভিব্যক্তি একই রকম।
অন্যদিকে চাকরিপ্রাপ্তিতে বিভিন্ন কোটাকে তেলে মাথায় তেল দেওয়ার পদ্ধতি দাবি করে নাম প্রকাশে অনিচ্ছুক নতুন চাকরি পাওয়া এক তরুণ বলেন, কঠিন প্রতিযোগিতাপূর্ণ নানাধাপ ও পরীক্ষায় পাশ করে আমরা মৌখিক পরীক্ষা পর্যন্ত পৌঁছাই। কিন্তু পোশ্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, আনছার ভিডিবি কোটাসহ নানা কারণে অনেক কম মেধাবীর চাকরি হয়ে যাচ্ছে। আসল মেধাবীরা বাদ পড়ে যাচ্ছেন। এখনই সব চাকরি ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করা প্রয়োজন। না হলে চাকরিজীবীর সন্তান চাকরিজীবী হবে, আর কৃষকের মেধাবী ছেলে-মেয়ে বেকার থাকবে।'
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, ‘আমরা খুবই স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। কোনো প্রকার অসাধুপায় অবলম্বনের কোনো সুযোগ দেওয়া হয়নি কাউকে। কোনো রাজনৈতিক সুপারিশ বা চাপ ছিল না। মেধাবী এবং শারীরিক যোগ্যতাসম্পন্ন তরুণ-তরুণীদের আমরা চাকরি দিয়েছি। আশা করি নতুন নিয়োগপ্রাপ্তরা পুলিশ বিভাগ ও দেশের সম্মান বৃদ্ধি করবে।’
এবার বাগেরহাট ১ জেলায় হাজার ৯৩৫ শারীরিক মাপ ও শারীরিক কসরতের সুযোগ পান। এদের মধ্যে ৫৩৫ জন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। লিখিত পরীক্ষায় পাশ করেন ১২১ জন। এদের মধ্যে মৌখিক পরীক্ষা শেষে ৫৬ জনকে চূড়ান্তভাবে ট্রেইনি কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.