× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সঞ্চালন লাইনে ত্রুটি, ভোলায় গ্যাস সরবরাহ বন্ধ

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৭ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৯ পিএম

গ্যাস নেই, তাই মাটির চুলায় রান্না হচ্ছে। প্রবা ফটো

গ্যাস নেই, তাই মাটির চুলায় রান্না হচ্ছে। প্রবা ফটো

সঞ্চালন লাইনে ত্রুটি থাকায় ভোলায় গৃহস্থালি ও বাণিজ্যিক লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়।

ত্রুটিপূর্ণ লাইন মেরামতকাজের কারণে আবাসিক ও বাণিজ্যিক লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সুন্দরবন গ্যাস কোম্পানি।

শুধু তাই নয়, বন্ধ রাখা হবে গ্যাসভিত্তিক পাওয়ার প্লান্ট মেশিনও। যে কারণে ভোলার বেশিরভাগ এলাকা থাকবে বিদ্যুৎহীন।

এদিকে এই প্রথমবারের গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন গ্যাস ব্যবহারকারীরা। অন্যদিকে ছোট-বড় কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

গৃহিণী রিনা আক্তার বলেন, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় আমাদের রান্না-বান্নায় অসুবিধা হচ্ছে।

অধ্যক্ষ শাফিয়া খাতুন বলেন, ১০ বছর ধরে গ্যাস ব্যবহার করে আসছি, কিন্তু এখন গ্যাস নেই, তাই মাটির চুলায় রান্না করতে হচ্ছে। এতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে।

সুন্দরবন গ্যাস কোম্পানির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে ভোলা সদর পর্যন্ত ৩৩ কিলোমিটার সঞ্চালন পাইন রয়েছে। ওই সঞ্চালন গ্যাস লাইনের ৭টি পয়েন্ট দিয়ে লিকেজ হয়েছে। ত্রুটিপূর্ণ সেই সব লাইন মেরামত করার জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব মেরামত করা হবে।

এদিকে ভোলার ৬ হাজার ৫০০টি আবাসিক এবং ২টি বাণিজ্যিক লাইন গ্যাস সরবরাহ করছে সুন্দরবন গ্যাস কোম্পানি। এ ছাড়াও ৩টি বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে এ গ্যাসের উপর নির্ভর করে। 

বাপেক্স জানিয়েছে, ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্র প্রতিদিন ৭০ থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। ৫টি কূপ থেকে এ গ্যাস সরবরাহ হচ্ছে।

আবাসিক লাইনে দৈনিক ১ মিলিয়ন ঘন ফুট গ্যাস সরবরাহ হয়ে আসছে।

এদিকে গ্যাসের সঙ্গে জেলার ৩টি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে জেলার বেশির ভাগ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা