হাসপাতালে ভর্তি আয়শা বেগম। প্রবা ফটো
বাগেরহাটের মোরেলগঞ্জে নিজের বেতনের টাকা স্বামীর হাতে তুলে না দেওয়ায় এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। আয়শা বেগম নামে ওই নারী বর্তমানে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার আয়শা বেগম স্বামী-শাশুড়ি, ননদসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে পারিবারিক কলহের জেরে স্বামী মাসুম তালুকদার তার তাকে ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। আহত ওই গৃহবধূকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
আয়শা বেগম বলেন, ‘১১ বছর আগে মাসুম তালুকদারকে ভালোবেসে বিয়ে করি। আমাদের সংসারে নয় বছরের একটি ছেলেসন্তান রয়েছে।’
তিনি বলেন, ‘সে (মাসুম) একজন মাদকসেবী। ভ্যান চালিয়ে তার উপার্জনের টাকা জুয়া খেলে নষ্ট করে। ছেলের মুখের দিকে তাকিয়ে মুখ বুজে প্রতিনিয়ত স্বামীর অত্যাচার-নির্যাতন মেনে নিই। অনেক চেষ্টা করেও নেশার পথ থেকে ফিরিয়ে আনতে পারিনি। নিজে একটি এনজিওতে স্বল্পবেতনে চাকরি করে মাস শেষে সেই টাকাও স্বামীর হাতে তুলে দিতে হয়। টাকা না দিলে মারধরের শিকার হতে হয়। ননদ-শাশুড়ি তারাও প্রতিবাদ না করে উল্টো আমার ওপর নির্যাতন করে।’
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘আয়শা বেগম নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.