× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে পোশাক কারখানায় শক্তিশালী বিস্ফোরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ১২:১৮ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১৩:৩৪ পিএম

রূপগঞ্জে পোশাক কারখানায় শক্তিশালী বিস্ফোরণ

নারায়ণগঞ্জ রূপগঞ্জে একটি পোশাক কারখানার একটি ফ্লোরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। এতে ওই ফ্লোরে আগুন ধরে যায়। বিস্ফোরণে কারখানার একটি দেওয়াল বিধ্বস্ত হয়ে এর অংশবিশেষ সড়কের উপর গিয়ে পড়ে। কারখানার নিচ তলার গেটের একাংশও উড়ে যায় এতে। এ সময় কারখানার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জের বরপা এলাকায় অবস্থিত অন্তিম নিটিং ডাইং এন্ড ফিনিশিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। তবে ছুটির দিনে শ্রমিকরা ছুটিতে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

কাঁচপুর হাইওয়ে পুলিশের পরির্দশক শরফুউদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক এ ঘটনার কারণ জানাতে পারেননি তিনি।

কর্তৃপক্ষের ভাষ্য, কারখানার ভবনের ৭ তলার ফ্লোরটিতে সুইং সেকশন। সেখানকার দরজার-জানালা বন্ধ থাকায় ধোঁয়ায় গ্যাসের সৃষ্টি হয়। আর ওই গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের উপপরিচালক আলমগীর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিস্ফোরণে কারখানাটির ফ্লোরে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধাঘণ্টায় আগুন নেভায়। বিকট শব্দে বিস্ফোরণে ৭ তলার দেওয়াল ভেঙে উড়ে যায়। কারখানার নিচতলার মেইন গেইট ও দেয়ালের অংশ ভেঙে ঢাকা-সিলেট মহাসড়কে গিয়ে পড়ে। দ্রুত আগুন নেভানোয় বড় ধরনের ক্ষতি হয়নি। তাৎক্ষণিক এ ঘটনার কারণ জানা যায়নি।

কারখানার শ্রমিক আলামিন, ইয়াসমিন, মনির হোসেন, কামাল মিয়াসহ কয়েকজন জানান, অন্তিম নিটিং এন্ড ফিনিশিং লিমিটেড কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। সপ্তাহের শুক্রবার কারখানাটি বন্ধ থাকে।

অন্তিম নিটিং এন্ড ফিনিশিং লিমিটেড কারখানার এইচ আর এডমিন মাহবুবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কারখানার ৭তলার ফ্লোরটি সুইং সেকশন। ওই ফ্লোরটির দরজার-জানালা বন্ধ ছিল। কারখানার সুইং শাখায় রুম বন্ধ থাকায় গ্যাস জমাট বেঁধে ওই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। কারখানায় শ্রমিক না থাকায় কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।’

কাঁচপুর হাইওয়ে পুলিশের পরির্দশক শরফুউদ্দিন বলেন, ‘বিস্ফোরণে কারখানার দেয়াল ভেঙে রাস্তায় পড়ায় যানচলাচলে ব্যাঘাত ঘটে। তার উপর স্থানীয়রা গিয়ে ভিড় করলে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত গিয়ে যানচলাচল স্বাভাবিক করেন।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা