× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ১৫:২৬ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১৫:৪৪ পিএম

অস্ত্রসহ হত্যা মামলার আসামি কামাল উদ্দিন ওরফে কামাল ডাকাত। প্রবা ফটো

অস্ত্রসহ হত্যা মামলার আসামি কামাল উদ্দিন ওরফে কামাল ডাকাত। প্রবা ফটো

নোয়াখালীর সদরে দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ মার্চ) ভোরে সদরের আন্ডারচর ইউনিয়ন থেকে মো. কামাল উদ্দিন ওরফে কামাল ডাকাত নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সদরের পশ্চিম মাইজচরা গ্রামের বাসিন্দা।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সদরের আন্ডারচর ইউনিয়নে সিরাজের চায়ের দোকানের সামনে থেকে হাকিম হত্যা মামলার আসামি কামাল উদ্দিন ওরফে কামাল ডাকাতকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে তার কাছে অস্ত্র রয়েছে বলে স্বীকার করেন। তার দেওয়া তথ্যে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে পশ্চিম মাইজচরা তার বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় এলজি ও দুটি কার্তুজ জব্দ করা হয়।’

তিনি বলেন, ’আসামি কামালের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি একটি মামলা করা হয়েছে। দুপুরে আসামি কামালকে জেলা  মুখ্য বিচারিক হাকিম আদালতে তোলা হয়।’

২৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে সদরের পশ্চিম চরমটুয়া গ্রামের সফিগঞ্জ বাজারের পাশের একটি সয়াবিনক্ষেত থেকে আবদুল হাকিম নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের ঘটনায় মো. কামাল উদ্দিন ওরফে কামাল ডাকাতের নামে হত্যা মামলা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা