শুক্রবার সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব জলবায়ু অবরোধ কর্মসূচি পালন করা হয়। প্রবা ফটো
সাতক্ষীরার শ্যামনগরে
উপকূলের জন্য ১১টি ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার (৩ মার্চ) বিশ্ব জলবায়ু
অবরোধের আওতায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের
সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ
ফোরাম ও যুব ফোরাম এই কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে সভাপতিত্ব
করেন শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার
নজরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল
হক দোলন, ভাইস চেয়ারম্যান খালেদা আয়ূব ডলি,
সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মণ, সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জি এম আকবর
কবীর, সাংবাদিক আবু সাঈদ, মারুফ হোসেন মিলন, মোমিনুর রহমানসহ অনেকে।
উপজেলা চেয়ারম্যান
আতাউর হক দোলন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব উপকূলীয় অঞ্চল
তথা সারা বিশ্বের উন্নয়নের সকল পদক্ষেপকে প্রভাবিত করছে। উন্নত দেশগুলো গ্রিনহাউজ গ্যাস
নির্গমন করে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। বাংলাদেশ কোনো ভূমিকা না রেখেও বেশি
ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল আরও বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।’
তিনি বলেন, ‘এই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা করা ও ক্লাইমেট জাস্টিস
প্রতিষ্ঠার জন্য সুইডেনের স্কুলছাত্রী প্রতিবাদী শিশু অগ্নিকন্যা গ্রেটা থানবার্গের
ফ্রাইডেজ ফর ফিউচার, সারা বিশ্বের সাধারণ জনগণ, যুব ও স্কুলছাত্ররা জনসমাবেশ, র্যালি,
মানববন্ধন ও পথসভা করছে।’
কর্মসূচি থেকে যেসব
দাবি জানানো হয়েছে
১. সাতক্ষীরা, খুলনা
ও বাগেরহাট জেলাকে জলবায়ু ঝুঁকিপুর্ণ বা দুর্যোগ ঝুঁকিপুর্ণ এলাকা ঘোষণা করতে হবে।
২. দক্ষিণ-পশ্চিম উপকূলীয়
অঞ্চলকে রক্ষার জন্য বিশেষ পরিকল্পনা প্রণয়ন ও ২০২৩-২৪ অর্থ বছরে বাজেটে বিশেষ বরাদ্দ
দিতে হবে।
৩. উপকূলীয় এলাকায় একটি
বাড়ি একটি খামার প্রকল্পের আদলে একটি বাড়ি একটি শেল্টার কার্যক্রম শুরু করতে হবে।
৪. জলবায়ু পরিবর্তন
ও দুর্যোগকে মাথায় রেখে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুনর্নির্মাণ করতে হবে।
৫. উপকূলীয় সকল মানুষের
খাবার পানির টেকসই ও স্থায়ী সমাধান করতে হবে।
৬. উপকূল উন্নয়ন বোর্ড
গঠন করতে হবে।
৭. দ্রুততার সঙ্গে ভঙ্গুর
স্লুইস গেটগুলো মেরামত করতে হবে।
৮. জনসংখ্যার অনুপাতে
পর্যাপ্ত সাইক্লোন শেল্টারসহ প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে হবে।
৯. ঝড়-ঝঞ্ঝা, নদীভাঙন
ও ভূমিক্ষয় ঠেকাতে উপকূল, দ্বীপ ও চরাঞ্চলে ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং
প্যারাবন বা সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে।
১০. উপকূলের রক্ষাকবচ
সুন্দরবন রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১১. উপকূলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে।
বেসরকারি সংস্থা লিডার্সের সহযোগিতায় খুলনার কয়রাতেও এই জলবায়ু অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.