প্রবা অলংকরণ
রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ সুহাইল নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর লালন শাহ মুক্তমঞ্চ এলাকাসংলগ্ন পদ্মা নদীতে গোসলে নেমে সুহাইল ডুবে যায়।
পরিবারের দেওয়া তথ্যমতে, নগরীতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী জেলা তাবলিগ ইজতেমায় এসেছিল।
সুহাইলের বাবা রাজশাহী নগরীর রাজপাড়া থানায় অবস্থিত গণপূর্ত অধিদপ্তর মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকুল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের দেওয়া খবরে রাজশাহী সদর দমকল বাহিনীর ডুবুরি টিম ঘটনাস্থলে গিয়ে সুহাইলকে নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী সদর দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, বেলা ১১টার দিকে সুহাইল পদ্মা নদীতে গোসল করতে যায়। গোসলে নেমে সে নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ডুবুরি টিম ঘটনাস্থলে গিয়ে সুহাইলকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানায় হাসপাতালে নিয়ে যাবার আগেই তার মৃত্যু হয়েছে।
পুলিশ কর্মকর্তা মুকুল হোসেন বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.